বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
প্রতীক বরাদ্ধের পরপরই রাঙামাটিতে জমজমাট প্রচারনা শুরু
আলমগীর মানিক, রাঙামাটি
প্রকাশ: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১, ৯:৩৭ পিএম | অনলাইন সংস্করণ

প্রতীক বরাদ্ধের প্রথমদিনের দুপুর থেকেই পার্বত্য রাঙামাটি শহরে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে জমজমাট প্রচারনায় নেমেছেন নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী। 

এরআগে বুধবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দুপুরের মধ্যেই ৫ মেয়র প্রার্থী, ৪১ কাউন্সিলর পুরুষ ও ১৯ মহিলা কাউন্সিলরের মধ্যে প্রতীক বরাদ্দ নিশ্চিত করা হয়। 

প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনের উৎসবে মেতে উঠতে দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের। অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট মামুনুর রশিদ মামুনও তার কর্মী সমর্থকদের নিয়ে নিজ এলাকায় প্রচারনা শুরু করেছেন বলে জানা গেছে।

বেলা আড়াইটা থেকে হাজারো নেতাকর্মীকে সাথে করে শহরের রিজার্ভ বাজার এলাকার বিভিন্ন অলিগলিসহ প্রধান সড়কের দু’পাশের ব্যবসায়ি ও বাসিন্দাদের সাথে দেখা করে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন নৌকা প্রতীকের তরুন প্রার্থী জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী। নির্বাচনী প্রচারনায় সরগরম পরিস্থিতিতে মিছিল ও গণসংযোগে ভোটারদের কাছে নিজের জন্য ভোটা প্রার্থনা করছেন তিনি।

এ সময় তার সাথে নির্বাচনী প্রচারনায় অংশ নেন রাঙামাটি জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রথমসারির নেতৃবৃন্দ। এদিকে প্রথমদিনের প্রচারনার শুরুতেই হাজারো নেতাকর্মীর সরব উপস্থিতিতে শহরে যেন উৎসবের আমেজ তৈরি হয়েছে। এই ধরনের আনন্দঘন পরিবেশের মধ্যেই সামনের দিনগুলো অতিক্রম করে আগামী ১৪ই ফেব্রুয়ারীতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চান শহরের ভোটাররা।

নৌকার প্রার্থী বর্তমান মেয়র জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী বলেছেন, “ভোট হচ্ছে গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। জনগণ যাঁকে চাইবেন, তিনিই নির্বাচিত হবেন। তিনি দাবি করে বলেন,‘রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারের নেতৃত্বে পুরো জেলার ন্যায় পৌর শহরেও নৌকার জোয়ার চলছে; প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা এই গুরুত্বপূর্ণ প্রথম শ্রেণীর পৌরসভায় মেয়রের চেয়ার উপহার দিতে চাই।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]