অধ্যাপক ডা. মাে. হাবিবে মিল্লাত
রঙচঙে বিজ্ঞাপন আর মুখােরচক প্রচারণা। বলা হচ্ছে, কাগুজে সিগারেটের চেয়ে ই-সিগারেট কম ক্ষতিকর। সেই বিজ্ঞাপনে সায় দিয়ে দেশের কোটি ধূমপায়ী ছুটছে। ফলশ্রুতিতে বাড়ছে তামাকজাত পণ্যের বাজার, বাড়ছে ক্যান্সার, হৃদরােগ, যকৃতের রােগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানান অসংক্রামক রােগের সংখ্যা। বাংলাদেশ যখন হাজারাে স্বপ্ন সাথে নিয়ে সাফল্যের সিড়িতে উঠছে, তখন তামাকের হানায় ক্রমশ দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল। তামাকের জগতে নতুন করে যুক্ত হওয়া ই-সিগারেট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সবমিলিয়ে, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নতুন চ্যালেঞ্জের মুখােমুখি।
ই-সিগারেট বা ভেপিং জনপ্রিয় ছিল, এমন ৪২টি দেশে এই পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও, এখন তা নিষিদ্ধ। সেখানে বাংলাদেশে এ বিষয়ে কোন আইন তাে দূরের কথা, কোন প্রকার অধ্যাদেশ পর্যন্ত জারি করা হয়নি। একাধিকবার স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ ই-সিগারেট নিষিদ্ধের ব্যাপারে আলােচনা হলেও, তা নিয়ে সংশ্লিষ্টদের বিশেষ সংবেদনশীল হতে দেখা যায়নি। তামাকমুক্ত বাংলাদেশ গড়ার পথে সরকার যখন সর্বোচ্চ আন্তরিক, তখন সকল পর্যায়ে সমন্বয় না হওয়াটা সাফল্যের পথে অন্তরায় হতে পারে।
তামাকমুক্ত বাংলাদেশ গড়তে কেন ই-সিগারেট নিষিদ্ধ করা প্রয়োজন, তা বুঝতে হলে দেশের ধূমপায়ী ও তামাকজাত পণ্যের বাজার ও ক্ষয়ক্ষতি প্রসঙ্গে জানা দরকার। গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে ২০১৭ তথ্যানুসারে, বাংলাদেশে ১৫ বছর ও তদুর্ধ বয়সীদের ৩ কোটি ৭৮ লাখ মানুষ কোন না কোনভাবে তামাক ব্যবহার করে। সারা বিশ্বে তামাক উৎপাদনে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮ম। এ দেশে প্রতি বছর মােট মৃত্যুর ৬৭% ঘটে অসংক্রামক ব্যাধির কারণে। এর মধ্যে সবার উপরে রয়েছে ক্যান্সার ও হৃদরােগ। আর এসব অসংক্রামক ব্যধির প্রধানতম কারণ তামাক ও তামাকজাত পণ্য। টোবাকো এটলাস ২০২০ অনুযায়ী, প্রতি বছর তামাক ব্যবহারজনিত রােগে দেশে প্রায় ৪ লাখ ৬৫ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। এ বিষয়ক রােগব্যাধি, চিকিৎসা ব্যয় ও অন্যান্য আনুষাঙ্গিক কারণে আর্থিক ক্ষতির পরিমাণ দাড়ায় ৩০ হাজার ৫৭০ কোটি টাকা, যা জিডিপির ১.৪%!
বাংলাদেশে ই-সিগারেটের ক্রেতা মূলত কিশাের ও তরুণ। এই পণ্য আমদানির বিষয়ে কোন প্রকারের নিয়মনীতি না থাকায়, আগামী প্রজন্ম আরও ঝুকির মুখে পড়ছে। তবে সাম্প্রতিককালে বয়ােবৃদ্ধদের মাঝেও ই-সিগারেটের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ক্রেতা ধরার জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলাের মুখে বুলি একটাই, ই-সিগারেটে তামাকের সিগারেটের চেয়ে ক্ষতির পরিমাণ কম।
তবে আমেরিকান হাট এসােশিয়েশনের গবেষণা বলছে, ই-সিগারেট কাগুজে সিগারেটের চেয়েও বেশি নিকোটিনযুক্ত। ক্ষতির পরিমাণও বেশি। মোদ্দা কথা, ই-সিগারেট কাগুজে সিগারেটেরই ভিন্নরূপ। এতে ব্যবহৃত তরল ই-জুসের মূল উপাদান হিসেবে থাকে ভেজিটেবল গ্লিসারল ও প্রােপাইলিন গ্লাইকল, যা খাদ্যদ্রব্য হিসেবে বিষাক্ত না হলেও এর বাস্প শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। একই সাথে, এর বাস্প শ্বাসনালীর নিজস্ব সুরক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেয়, ফলে বারবার শ্বাসতন্ত্রের সংক্রমণ হয়। ই-সিগারেটে ভােলাটাইল অর্গানিক কম্পাউন্ড (ভিওসি), বিভিন্ন फুদ্রকণা, ভারি ধাতব কণিকা ও ফরমালডিহাইডের মতাে বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে যা শরীরে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রােগের কারণ হয়ে দাড়ায়।
ই-সিগারেটের নিকোটিন শিশু ও গর্ভবতী মায়েদের জন্য ভয়ানক বিপদজনক। উচ্চমাত্রার এই নিকোটিন স্নায়ুতন্ত্রের স্টেম সেলকে ধ্বংস করে অকাল বার্ধক্যসহ স্নায়ুতন্ত্রের বিভিন্ন রােগের কারণ। একই সাথে ই-সিগারেটের নিকোটিন হৃদরােগের ঝুঁকি মারাত্বকভাবে বৃদ্ধি করে।
আমেরিকান হার্ট অ্যাসােসিয়েশনের একই গবেষণায় বলা হয়েছে, ই-সিগারেট ব্যবহারে ষ্ট্রোকের ঝুকি ৭৫% পর্যন্ত বৃদ্ধি পায়। অন্যদিকে, হার্ট অ্যাটাক ও হৃদরােগের ঝুঁকি বৃদ্ধি পায় যথাক্রমে ৫৯% ও ৪০% পর্যন্ত। ই-জুসে থাকা ক্ষতিকর ফ্লোরিং এজেন্টের কারণে শ্বাসতন্ত্র, লিভার, কিডনির দীর্ঘমেয়াদী রােগের ঝুঁকি বৃদ্ধি করে। একজন ১০০ বা ৯০ পাউন্ড ওজনের একজন মানুষের মৃত্যুর জন্য এক চা-চামুচ তরল নিকোটিনই যথেষ্ট।
শুধু অসাংক্রমক রােগমুক্ত করতেই নয়, বরং বাংলাদেশকে তামাকমুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচানাের জন্য হলেও; ই-সিগারেট নিষিদ্ধ করা জরুরী। ই-সিগারেট আমদানি, স্থানীয়ভাবে তৈরি, বিক্রি ও বিপণন কেন্দ্রগুলােকে নিষিদ্ধ করতে আইন ও নীতিমালার আওতায় আনা জরুরী। এগুলােকে দণ্ডনীয় অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য সবার আগে প্রয়ােজন একটি বাস্তবিক নীতিমালা। সেই নীতিমালা প্রণয়ণে আইনপ্রণেতা ও বিষেশজ্ঞদের সমন্বয় করতে হবে। সরকারের প্রতি সহযােগিতার হাত বাড়িয়ে এ ব্যাপারে বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় উন্নয়ন সংস্থাগুলােও এগিয়ে আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলাে, মাঠ পর্যায়ে ই-সিগারেটের বিরুদ্ধে প্রচার ও প্রচারণা চালানাের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা। শিক্ষা প্রতিষ্ঠানগুলাে জনসচেতনতা তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, তামাকপণ্য বিষয়ক আইনের সঠিক প্রয়ােগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার শেষ নেই। কেবল এগিয়ে আসতে হবে এ বিষয়ক সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্যদের।
ই-সিগারেট নিষিদ্ধ করার মাধ্যমে কয়েকটি জায়গায় বাংলাদেশ এগিয়ে থাকবে। প্রথমত, প্রধানমন্ত্রীর ঘােষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠনে আমরা আরও একধাপ এগিয়ে যাবাে। দেশে অসংক্রামক রােগে আক্রান্ত ও মৃত্যুর হার কমবে, রােগ নিয়ন্ত্রণে সাফল্য আসবে এবং চিকিৎসা ব্যয় কমবে; যা সার্বিকভাবে জীবনমানের উন্নয়ন সাধিত করবে। আমাদের মনে রাখতে হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে প্রধানমন্ত্রীর উন্নয়নের হাতকে আরও শক্ত করতে হবে। আর জনস্বার্থে, তামাকমুক্ত বাংলাদেশ হতে পারে সেই পথেরই উদ্যোগ। জনগণের নির্বাচিত প্রতিনিধি এবং সংসদ সদস্য হিসেবে আমাদের অন্যতম কাজ, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেশের উন্নয়নে সবাইকে একাত্ব করা। তাই জনগণের প্রতিনিধি হিসেবে আমরা একহয়ে দাবী জানাই প্রতিবেশী অন্যান্য দেশের মত বাংলাদেশেও ই-সিগারেট নিষিদ্ধ করার এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের। ভবিষ্যৎ প্রজন্মেরকে সুরক্ষিত পরিবেশ উপহার দিতে এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
লেখক: চেয়ারম্যান, বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন।