প্রকাশ: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১, ৬:৩৯ পিএম আপডেট: ২৭.০১.২০২১ ৬:৪২ পিএম | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। মোট কেন্দ্র ৭৩৫টি। এর মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফল অসমর্থিত সূত্রে পাওয়া গেছে।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে একযোগে সব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৬,৭৪০ ভোট পেয়ে এগিয়ে আছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৭ ভোট।
এবার ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এই প্রথম চসিক নির্বাচনে সকল কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনী লড়াইয়ে মেয়র পদে ভোটের লড়াইয়ে মাঠে ছিলেন আওয়ামী লীগ এবং বিএনপি সহ ৭ জন প্রার্থী। কাউন্সিলরদের মধ্যে সংরক্ষিত আসনে ৫৭ এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭২ জন প্রার্থী।
ভোরের পাতা/কে