প্রকাশ: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১, ৬:২৫ পিএম | অনলাইন সংস্করণ
৪০তম বিসিএস অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এতে পাস করেছেন ১০ হাজার ৯৬৪ জন। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু করা হবে।
বুধবার (২৭ জানুয়ারি) পিএসসির এক সভায় এ ফলাফল প্রকাশ করা হয়।
পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, কমিশনের সভায় ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে মোট ১০ হাজার ৯৬৪ জন চূড়ান্তভাবে পাস করেছে। পিএসসির ওয়েবসাইটে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমেও ফলাফল জানা যাবে।
তিনি জানান, কমিশনের সভায় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু করা হবে।
২০১৮ সালের আগস্টে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।
ভোরের পাতা/কে