করের সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ :বরখাস্ত কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১, ২:৪৮ এএম আপডেট: ২৭.০১.২০২১ ২:২০ পিএম | প্রিন্ট সংস্করণ
করদাতাদের দেওয়া সাড়ে তিন কোটি টাকার বেশি অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কর্মকর্তা নিজের ব্যাংক হিসাবে জমা করেছেন। সরকারের টাকা আত্মসাৎ প্রমাণিত হওয়ায় গতকাল মঙ্গলবার সেই কর্মকর্তা সহকারী কর কমিশনার মেজবাহউদ্দিন আহমদকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।
এনবিআরের বরখাস্ত আদেশে বলা হয়েছে, খুলনা কর অঞ্চলের এই কর্মকর্তা করদাতাদের প্রদত্ত চেক প্রথমে বিভিন্ন হিসাবে জমা করে আবার তা নিজের চেকের মাধ্যমে উঠিয়ে আত্মসাৎ করেন। এনবিআরের তদন্তে প্রমাণিত হওয়ার পর তাকে প্রথমে সাময়িক বরখাস্ত এবং আজ চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হলো।