সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শেখ হাসিনার গাড়িবহরে হামলা: মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন আজ
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১, ২:৪৮ এএম আপডেট: ২৭.০১.২০২১ ২:৩৫ পিএম | প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় গতকাল মঙ্গলবার ৫ম দিনের মত যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। গতকাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যেসব যুক্তিতর্ক উপস্থাপন করেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির।

এ মামলার যুক্তিতর্কের শেষ দিন ধার্য করা হয়েছে আজ বুধবার। গতকাল রাষ্ট্রপক্ষের শুনানির সময় অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাড আব্দুস সামাদ, সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, সাবেক পিপি অ্যাড. তপন কুমার দাস, সাবেক অতিরিক্ত পিপি অ্যাড. আজাহারুল ইসলাম, অ্যাড, নিজামউদ্দিন, অ্যাড. শহীদুল ইসলাম পিন্টু প্রমুখ। আসামীপক্ষে শুনানীতে অংশ নেন, বাংলাদেশ হাইকোর্টের অ্যাড.শাহানারা আক্তার বকুল, অ্যাড. আব্দুল মজিদ(২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. অসীম কুমার ম-ল প্রমুখ। যুক্তিতর্ক উপস্থাপনকালে আসামিপক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল মজিদ একজন সাক্ষীর জবানবন্দির সঙ্গে অপর সাক্ষীর জবানবন্দির গরমিলের বিষয়টি তুলে ধরেন।

একইভাবে সাক্ষী সাংবাদিক হাবিবুর রহমান সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরের আগে যেয়ে বিএনপি অফিসের আশপাশে পায়চারি করার বিপরীতে সাংবাদিক ইয়ারব হোসেনের জবানবন্দি অনুযায়ী হাবিবুর রহমানসহ কয়েকজন সাংবাদিক গাড়িবহরের একটি মাইক্রোবাসে অবস্থান করার গরমিল তুলে ধরেন। হাবিবুর রহমানের বক্তব্যের সঙ্গে সাংবাদিক সুভাষ চৌধুরীর বক্তব্যের গরমিলও উল্লেখ করেন অ্যাড. আব্দুল মজিদ। ১৯তম সাক্ষীর জেরা ও জবানবন্দি নিয়ে যুক্তিতর্ক শেষে আজ দুপুর একটায় মামলার তদন্ত কর্মকর্তা, চারজন সাঁফাই সাক্ষীর জবানবন্দি, জেরা পর্যালোচনা ও আইনি ব্যাখ্যা শেষ করবেন বলে আদালত সূত্রে জানা যায়।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে মাগুরা ফিরে যাবার পথে কলারোয়ায় শিকার হন সন্ত্রাসীদের হামলার। এতে শেখ হাসিনা অক্ষত থাকলেও আহত হন তার সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, জোবায়দুল হক রাসেল, ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, শহিদুল হক জীবন, আবদুল মতিনসহ অনেকেই। সে সময় হামলার শিকার হন বেশ কয়েকজন সাংবাদিকও। এ মামলায় পুলিশ তালা-কলারোয়া আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। এর মধ্যে টাইগার খোকন নামের একজন আসামি অন্য মামলায় জেলে রয়েছেন। বাকি ৪৯ জনের মধ্যে আজ সাবেক এমপি হাবিবসহ ৩৪ জন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এছাড়া ১৫ জন আসামি পলাতক রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]