প্রকাশ: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১, ২:৪৮ এএম আপডেট: ২৭.০১.২০২১ ২:১৬ পিএম | প্রিন্ট সংস্করণ
নির্বাচন কমিশনে (ইসি) নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. হুমায়ুন কবীর খোন্দকার। তাকে রাজশাহীর বিভাগীয় কমিশনার পদ থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইসি সচিবালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
বিসিএস দশম ব্যাচের এই কর্মকর্তাকে ইসি সচিব নিয়োগ দিয়ে গতকাল মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর অবসরে যাওয়ার সুবিধার্থে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি অবসরে যাবেন তিনি।
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে ইসি সচিবের দায়িত্ব দেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীরকে রাজশাহীর বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
আলাদা আদেশে বস্ত্র অধিদফতরের মহাপরিচালক দিলীপ কুমার সাহাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. বিল্লা হোসেনকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবং জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব হাবিব মো. হালিমুজ্জামানকে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।