আর কখনোই পথ হারাবে না বাংলাদেশ: অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ১০:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী রূপে ধারণ করলেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও সুদৃঢ় অবস্থায় রয়েছে। শেখ হাসিনার সৎ, বলিষ্ঠ এবং দূরদর্শী নেতৃত্বের কারণেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের সামনে আগানোর যে অফুরান শক্তি আছে তা বারং বার প্রমাণ করছে আমাদের জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে। করোনা সংকট কাটিয়ে উঠতে প্রতিমুহূর্তের করণীয় ঠিক করতে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাই আমাদের আস্থার প্রতীক।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২২৭তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। শুক্রবার (২২ জানুয়ারি) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পিএসসি, নিরাপত্তা বিশ্লেষক, গবেষক ও লেখক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক এ্যাড. মো. কাজী নজিবুল্লাহ হিরু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রাপ্ত মাহবুবুর রহমান রুহেল। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক এবং আমরা সবাই কায়মনোবাক্যে বলতে চাই যে অবশ্যই পথ হারাবে না বাংলাদেশ। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারাটা জীবনের ত্যাগ তিতিক্ষা, সংগ্রাম ও কষ্টের ফল হচ্ছে আমাদের এই স্বাধীন বাংলা। আর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই করোনা কালেও কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবী যখন করোনার ভয়াল থাবায় সংকুচিত হয়ে গেছে সে রকম একটা পটভূমিতে থেকেও বাংলাদেশ অদম্য গতিতে গিয়ে যাচ্ছে এবং প্রমাণ করছে রাষ্ট্র হিসেবে তার যোগ্যতা ও টিকে থাকবার ক্ষমতা। লকডাউনের সময় ৫০ লাখ পরিবারের প্রত্যেককে ২৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেয়া সহজ কাজ ছিল না। ইতোমধ্যে চার কোটি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে এবং পাশাপাশি ১০ টাকা কেজিতে চাল বিতরণ অব্যাহত আছে। করোনার মধ্যে অর্থনীতির চাকা সচল রাখার জন্য ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি প্রধানমন্ত্রী নিজে পরিচালনা করছেন। স্বাস্থ্য খাতে বাজেট আগের চেয়ে ১০ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে, করোনার জন্য আলাদাভাবে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চিকিৎসকদের ১০০ কোটি টাকা প্রণোদনা দেয়া হয়েছিল। শেখ হাসিনার সৎ, বলিষ্ঠ এবং দূরদর্শী নেতৃত্বের কারণেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের সামনে আগানোর যে অফুরান শক্তি আছে তা বারং বার প্রমাণ করছে আমাদের জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে। আমাদের যতগুলো ক্ষেত্র সব গুলো জায়গাতেই আমরা অনেক এগিয়ে গিয়েছি। এবং একটি উন্নয়নশীল দেশ থেকে উন্নতদেশের যাওয়ার যে প্রয়াস সেটা আমরা অচিরেই আনতে সক্ষম হবো। সেই লক্ষেই কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। আমাদের এই বদ্বীপ জনসংখ্যার দিক থেকে পৃথিবীর অন্যতম জনবহুল একটি দেশ। ভৌগলিক বিবেচনায় আয়তনে ছোট হলেও জনসংখ্যার বিবেচনায় আয়তনে অনেক বড়। আমাদের নতুন প্রজন্মের মানুষগুলো অনেক ডিজিটাল এবং এনালগ মাইন্ড সেট থেকে ডিজিটাল মাইন্ডসেটে আমরা এগিয়ে এসেছি। জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভরসাস্থল। প্রধানমন্ত্রীর হাতে দেশ আছে বলেই বাংলাদেশ এখনও নিরাপদ। সবার দৃঢ় প্রত্যয় ও সংকল্পে আমরা বলতে পারি আরও কখনোই পথ হারাবে না বাংলাদেশ।