বঙ্গবন্ধুর দেখানো পথেই শেখ হাসিনা বাংলাদেশকে পরিচালনা করছেন: মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার
প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ১০:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী রূপে ধারণ করলেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও সুদৃঢ় অবস্থায় রয়েছে। শেখ হাসিনার সৎ, বলিষ্ঠ এবং দূরদর্শী নেতৃত্বের কারণেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের সামনে আগানোর যে অফুরান শক্তি আছে তা বারং বার প্রমাণ করছে আমাদের জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে। করোনা সংকট কাটিয়ে উঠতে প্রতিমুহূর্তের করণীয় ঠিক করতে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাই আমাদের আস্থার প্রতীক।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২২৭তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। শুক্রবার (২২ জানুয়ারি) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পিএসসি, নিরাপত্তা বিশ্লেষক, গবেষক ও লেখক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক এ্যাড. মো. কাজী নজিবুল্লাহ হিরু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রাপ্ত মাহবুবুর রহমান রুহেল। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার বলেন, আজকে বিশ্ব পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে এই করোনার কারণে অনেক রাষ্ট্রের অর্থনীতি আজকে মুখ থুবড়ে পড়েছে। আমাদের থেকেও অনেক বড় বড় দেশ যারা বিজ্ঞান-প্রযুক্তি, চিকিৎসা সহ আরও অন্যান্য ক্ষেত্রে আমাদের থেকেও অনেক এগিয়ে আছে তারও কিন্তু আজকে পথ হারিয়ে ফেলেছে বা পথ হারাবার পথে যা আমরা দেখতে পাচ্ছি বা বিশ্ব দেখছে। সেই পরিস্থিতির দিক থেকে যেখানে সারা বিশ্ব আজকে একটা অত্যন্ত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে আজকে বাংলাদেশ পথ হারায়নি এবং পথ হারাবে না। করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী রূপে ধারণ করলেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও সুদৃঢ় অবস্থায় রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি উচ্চ নিম্ন ও মধ্যবিত্তসহ সব পেশাজীবী মানুষের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করে তিনি দেখাচ্ছেন, বাংলাদেশকে কীভাবে ভালো রাখা যায়, রাখতে হয়। আজকে যে এই পথ হারায়নি বাংলাদেশ বা পথ হারাবে না এই বিষয়টি আমাদের জনগণ বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মদেরকে উপলব্ধি করা দরকার। আমি একটি লেখা লিখেছি আগামীতে পত্রিকায় দেওয়ার জন্য, সেখানে আমি একটা কথা লিখেছি বিশ্লেষণের জায়গা থেকে যে, অজ্ঞতা, অন্ধত্বে পূর্ণ গোঁয়ার একরোখা এবং মিথ্যা অহংকারে আবদ্ধ যাদের দৃষ্টিভঙ্গি এই সমস্ত ব্যক্তি যদি কোন রাষ্ট্রের নেতৃত্বে আসেন তাহলে সেই দেশের কি পরিণতি হয় সেটির একটি উদাহরণ এখন এই সময়ে আমেরিকার। এটি আমাদের কথা নয়। এটি আমেরিকার বড় বড় যারা লেখক, কলামিস্ট ও বিশ্লেষক আছেন তাদের কথা। তারাই বলছেন আমেরিকার ২৩৮ বছরের ইতিহাসে সবচে নিকৃষ্টতম প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখান থেকে বাংলাদেশসহ আরও উন্নয়নশীল দেশের শিখার আছে যে "লিডারশীপ ম্যাটারস"। নেতৃত্ব যদি ঠিক থাকে তাহলে সেই রাষ্ট্র পথ হারায় না। আজকে যে পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি সে পথ টা রচনা করেছেন কে? এই পথ টা রচনা করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমদের জন্য এই সুগম পথটা রচনা করে গিয়েছিলেন। এই পথ ধরেই তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন এবং চালানোর প্রচেষ্টা করছেন।