মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
টেকনাফে গৃহহীন ২৮ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ৭:৫৩ পিএম আপডেট: ২২.০১.২০২১ ৮:১৩ পিএম | অনলাইন সংস্করণ

টেকনাফের হ্নীলা মৌলভীবাজারে ভূমিহীন ও গৃহহীন ২৮ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এবং মুজিব বর্ষ উপলক্ষে টিনসেটের সেমিপাকা ঘর দেয়া হচ্ছে। প্রস্তুত এসব ঘর পরিদর্শন করেন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তারা।

সুত্র জানায়, শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১১.০০ টার মৌলভীবাজারের এসব ঘর পরিদর্শন করেন সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন অফিসারসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এসময় গৃহহীন পরিবার সেমিপাকা ঘর উপহার হিসেবে পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং কয়েকজন বলেন, আমরা আগে পলিথিন মুড়ানো বাসায় থাকতাম সেখান থেকে সরকার আমাদেরকে বিল্ডিং ঘরে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। এটা পরম সৌভাগ্যের বিষয়। পরে ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম সকল উপকারভোগীদের যেকোন সমস্যা হলে তাঁকে অবহিত করার জন্য বলেন এবং তিনি সবসময় গরীব অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন। এসময় স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

এতে প্রতিটি ঘর নির্মাণে প্রকল্পের খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা করে, তাছাড়া প্রতিটি ঘরের মালামাল পরিবহনরে জন্য অতিরিক্ত আরও ৪ হাজার টাকা করে ব্যয় ধরা হয়েছে।

নতুন নির্মিত প্রতিটি পরিবারের জন্য নির্ধারিত রয়েছে টিনসেটের সেমি পাকা এক তলাবিশিষ্ট এ বাড়িতে থাকবে দুই বেডের ড্রয়িংরুম, বারান্দা, টয়লেট, রান্নাঘরসহ একটি পরিবারের বসবাসের উপযোগী প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধা।

উপজেলা প্রকল্প বাস্তবায়বায়ন অফিসার (পিআইও) সিফাত বিন রহমান জানান, গৃহ নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন, সাম্প্রতিক সময়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতেছে ২৮ পরিবারকে ঘর দেয়া হয়েছে তাতে ২৫ পরিবারের করো কোন অভিযোগ অনুযোগ নেই কিন্তু নিজেদের মধ্যে বিবাদের কারণে 

হাবিব উল্লাহ, বেলাল উদ্দিন, জালাল উদ্দীন নামে তিন পরিবার স্থানীয় জাহাঙ্গীর নামক এক ব্যক্তির বিরুদ্ধে প্রকল্পের নামে টাকা আদায় করেছে বলে অভিযোগ করেছে। তাতে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের কেহ জড়িত নেই তবু বিষয় টা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।


ভোরের পাতা/কেএম



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]