প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ৬:১৬ পিএম আপডেট: ২২.০১.২০২১ ৮:১৪ পিএম | অনলাইন সংস্করণ
চীনা কোম্পানি আনুই জিফেই বাংলাদেশকে করোনা প্রতিরোধী টিকা উপহার দিতে চায় । প্রতিষ্ঠানটি এখানে টিকা উৎপাদন ও পরীক্ষা করার প্রস্তাব দিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট টিকা নিয়ে আলোচনা করার জন্য খুব শিগগিরই ঢাকা আসছেন।
জানা গেছে, আনুই জিফেই বাংলাদেশে টিকা উৎপাদন ও পরীক্ষার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সরকার অনুমোদন দিলে তারা এখানে টিকা উৎপাদন করবে। একইসঙ্গে টিকার ট্রায়াল দিতে চায় প্রতিষ্ঠানটি।
মুজিববর্ষ উপলক্ষে এই টিকা উপহার দিতে চায় প্রতিষ্ঠানটি। এই টিকার বড় একটি অংশ দেশের দরিদ্র মানুষকে উপহার দেওয়ারও পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
চীনা প্রতিষ্ঠান আনুই জিফেই এরই মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, চীন ও ইকুয়েডরে টিকার ট্রায়াল দিয়েছে।
ভোরের পাতা/কেএম