প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ৬:১৬ পিএম | অনলাইন সংস্করণ
৬ বলে এক ওভার, এটা সবার জানা। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডের আম্পায়াররা এই হিসাব রাখতে ভুল করলেন। মোস্তাফিজ ৫ বল করতেই হয়ে গেল ওভার! উন্নত তথ্য-প্রযুক্তির এই সময়ে এমন ভুল অভাবনীয়।
শুক্রবার (২২ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ১৪৮ রান করতেই অলআউট হয়ে যায় উইন্ডিজ। জবাবে ৩ উইকেট হারিয়ে এবং ১০০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।।
টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে বোলিংয়ে এসে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান গড়েন ৫ বলে এক ওভারের রেকর্ড। যদিও এ রেকর্ডের সবটুকু অবদান আম্পায়ার গাজী সোহেলের। তার ভুলে ৫ বলেই একটি ওভার শেষ করেন মোস্তাফিজ।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের ৪০তম ওভারে এই বিরল ঘটনা ঘটে। এ সময় মাত্র ১২০ রানে ৯ উইকেট হারিয়ে দিশেহারা ক্যারিবীয়রা। দ্রুতই সফরকারীদের গুটিয়ে ফেলতে বোলিংয়ে আসেন মোস্তাফিজ। পপিং ক্রিজে ছিলেন রোভম্যান পাওয়েল। প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি এ মিডল অর্ডার ব্যাটসম্যান। একটু মনোযোগ হারিয়ে তৃতীয় বলটি নো করে বসেন মোস্তাফিজ। আম্পায়ার গাজী সোহেল ফ্রি-হিটের সংকেত দেন।
ফ্রি-হিট বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি পাওয়েল। কিন্তু ফ্রি-হিটের ডেলিভারি কোমর উচ্চতায় করায় ফের নো-এর সংকেত দেন আম্পায়ার। ফলে আরও একটি ফ্রি-হিট পায় ক্যারিবীয়রা। এবার ২ রান নেন পাওয়েল। সে হিসাবে প্রথম তিন বলে ৪ রান নেন পাওয়েল। বাকি থাকার কথা তিন বল। মোস্তাফিজ ২ বল করেন। কোনো রান নিতে পারেননি পাওয়েল। শেষ বলে বাউন্ডারির বাইরে পাঠাতে পারবেন কী পাওয়েল! কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে ওভার শেষের ঘোষণা দেন আম্পায়ার।
অবশ্য আম্পায়ারের এমন ভুল এটাই প্রথম নয়। ২০১২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া কমনওয়েলথ সিরিজে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে পাঁচ বলে ওভার দিয়েছিলেন আম্পায়ার সাইমন ফ্রাই। অ্যাডিলেডে সেদিন ভারতের বিপক্ষে বল করছিলেন লাসিথ মালিঙ্গা।
আম্পায়ারের এমন ভুলে কোনো সমস্যা হয়নি খেলায়। কারণ পুরো ৫০ ওভার খেলতে পারেনি ক্যারিবীয়রা। ৪৩.৪ ওভারেই ১৪৮ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।