প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ৪:৫৩ পিএম আপডেট: ২২.০১.২০২১ ৮:১৪ পিএম | অনলাইন সংস্করণ
উইন্ডিজের বিপক্ষে ১৪৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তরুণদের গড়া দলের বিপক্ষেই করুণ অবস্থা লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর।
জাতীয় দলের ওপেনার লিটন দুই ম্যাচে দুই ম্যাচের অভিজ্ঞ আকিল হোসেনের বলে বিভ্রান্ত। তিনে ব্যাটিংয়ে নামা শান্তরও একই অবস্থা। প্রথম ম্যাচে ১ রানে আউট হওয়া শান্ত শুক্রবার ফেরেন মাত্র ১৭ রানে।
আগের ম্যাচে আকিল হোসেনের স্পিনে শিকার হওয়া শান্ত শুক্রবার ফেরেন জেসন মোহাম্মদের অফ স্পিনে।
জাতীয় দলের এই টপঅর্ডার দুই ব্যাটসম্যানের স্পিন দুর্বলতা প্রকাশ পেয়েছে ক্যারিবীয় সিরিজে। ৩০ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন লিটন (২২)। তিনের ব্যাটিংয়ে নেমে দলীয় ৭৭ রানে আউট নাজমুল হোসেন শান্ত। সাজঘরে ফেরার আগে ২৬ বলে করেন ১৭ রান।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ১৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়া টাইগারদের বিপক্ষে আজ শুক্রবার মিরপুরে ৪৩.২ ওভারে এই রান তোলে সফরকারীরা।
ভোরের পাতা/কেএম