প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ৩:৩১ পিএম | অনলাইন সংস্করণ
প্রতিদিনই কমছে নওগাঁর তাপমাত্রা। চলমান দ্বিতীয় দফায় মৃদু শৈতপ্রবাহের কারণে প্রচন্ড শীত আর ঘনকুয়াশার কারণে মানুষের পাশাপাশি বিশেষ করে জমিতে থাকা সরিষা খেতে পাতা কুকরে যাওয়া রোগে আক্রান্ত হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে নওগাঁ বদলগাছী আবহাওয়া অফিসের সূত্রে শুক্রবার সকালে নওগাঁর সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করেছে ১২.৫ডিগ্রি।
ঘনকুয়াশার কারণে সূর্যের পর্যাপ্ত পরিমাণ আলো না পাওয়ায় সরিষা গাছে ঠিকমতো খাদ্য সরবরাহ না হওয়ায় পাতা হলুদ আর লালচে হয়ে কুকরে গাছগুলো মরে যাচ্ছে। এতে করে সরিষার দানা পরিপক্ক হবে না যার কারণে ফলনও অনেক কম হবে।
অপরদিকে কৃষি অফিস বলছে, এই সংকট কাটিয়ে ওঠার জন্য মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত কৃষকদের করণীয় পরামর্শ প্রদান করে আসছে।
চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় ৩১হাজার ২শত ৫০হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির সরিষার চাষ করা হয়েছে। তবে চলমান মৃদু শৈত প্রবাহের কারণে দীর্ঘদিন চলে আসা প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে ফলন আশাতীত ভাবে পাওয়া যাবে না বলে স্থানীয় চাষীরা আশঙ্কা প্রকাশ করছেন।