প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ৩:২৯ পিএম | অনলাইন সংস্করণ
ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিন-পশ্চিমা লের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কৃর্তপক্ষ। রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে চলাচলরত সকল নৌ-যান বন্ধ করে দেয়া হয়।
বৃহস্পতিবার রাত ২ টা থেকে শুক্রবার সকাল ১১ টা পর্ষন্ত ফেরি চলাচল বন্ধ ছিলো। কুয়াশার ঘনত্ব কমে গেলে বেলা ১১ টার পর ফেরি চলাচল শুরু হয়।
তবে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে শত শত যানবাহন। এতে করে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়ছে যাত্রী ও চালকরা। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার এবং গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আ লিক মহাসড়কে শত শত পন্যবাহী ট্রাক আটকা পড়েছে। তবে সকাল ১১ টা থেকে ফেরি চলতে শুরু করায় যাত্রী ও যানবাহনের চালক এবং শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসতে দেখা গেছে।
দৌলতদিয়া কিং ফিশার পরিবহনের ঘাট সুপারভাইজার মো. জামাল ফকির বলেন, ঘন কুযাশার কারনে দৌলতদিয়-পাটুরিয়া নৌ রুটে সকল নৌ-যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘাটে পারের অপেক্ষায় বাস ও ট্রাকের দীর্ঘ সিরিয়ালে শতশত পরিবহন আটকা পড়ে, এত শীতে যাত্রীদের চরম ভোগান্তি হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি জানান, রাত ২ টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরী চালকদের দৃষ্টিসীমা শূন্যে নেমে আসে। এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরী সার্ভিস বন্ধ রাখা হয়। তবে ৯ ঘন্টা পর কুয়াশা কেটে গেলে সকাল ১১ টা থেকে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে। এই রুটে ছোট বড় ১৬ টি ফেরী রয়েছে। আটকে থাকা যানবাহন গুলো পারাপার শুরু হয়েছে।