প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ৩:২৫ পিএম | অনলাইন সংস্করণ
ভোলার জেলা প্রশাসকের অফিস সহায়ক নিয়োগ পরিক্ষা নিয়ে আদালত ও জেলা প্রশাসকের বিভ্রান্তিকর ঘটনায় পরীক্ষার্থীরা জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিক্ষোভ ও ভাঙচুর করছে।
এ ঘটনায় ব্যাপকতা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) সকালে অফিস সহায়ক নিয়োগ পরিক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষা না হওয়ায় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জড়ো হয়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ভাঙচুর ও বিক্ষোভ করে। এসময় তারা নানা রকম দূর্নীতি বিরোধী শ্লোগান দিয়ে জেলা প্রশাসকের অবিলম্বে অপসারণ দাবি করেন।
এসময় পরীক্ষার্থীরা অভিযোগ করেন, জেলা প্রশাসকের ইন্ধনে, কতিপয় দালালেরা মোটা অঙ্কের ঘুষের জন্য চাকরি প্রার্থীদের বাধ্য করেন। যার ফলাফল আজকের বিক্ষোভ করা হচ্ছে।
এছাড়াও বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে উঠলেও জেলা প্রশাসক কোন ব্যবস্থা গ্রহণ না করার কারণেই পরীক্ষার্থীরা ফুসে ওঠেন।
এই ঘটনায় ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, আজ সকালে অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা না হওয়ায় ডিসি স্যারের বাসার সামনে পরিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। কোন ভাংচুরের ঘটনা ঘটেনি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এব্যাপারে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক এর মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করে তিনি ফোন রিসিভ না করার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে ঘটনা সম্পর্কে ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হয় নি।
উল্লেখ্য, ভোলা জেলায় বিভিন্ন সময়ের নিয়োগ পরীক্ষা গুলোতে দুর্নীতির অভিযোগ চলে আসছে বছরের পর বছর। কিন্তু সেই সব অভিযোগের সঠিক তদন্ত না করার কারণে, নানা রকম দূর্নীতির অভিযোগ জেলা প্রশাসকের কর্মকর্তাদের বিরুদ্ধে থাকার পরও কোন ব্যবস্থা গ্রহণ না করার কারণে। সাধারণ চাকরি প্রার্থীদের ক্ষোভ আজ বিক্ষোভে রুপ নিয়েছে বলে জানিয়েছেন পরিক্ষার্থীরা।