প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ৩:২৫ পিএম | অনলাইন সংস্করণ
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় শরীয়তপুরে ৬৯৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নির্মিত স্থায়ী বাসভবন। আগামী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি হস্তান্তর করা হবে। শরীয়তপুরের জেলা প্রশাসক মো.পারভেজ হাসান এই তথ্য জানান।
জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজদ্দিন মুন্সীর কান্দি গ্রামের মো. হানিফ মাতুব্বর (৬৮) বলেন, আমার একটি পা নেই। ঘর ও জমি নেই। তিন মেয়ে এক ছেল ও স্ত্রী নিয়ে অন্যের বাড়িতে দিন-রাত কষ্টে থাকতে হতো। আমাদের বাড়ি করার মতো টাকা ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বাড়ি দেবেন কল্পনা করিনি। জমিসহ বাড়ি পাচ্ছি। খুব আনন্দ লাগছে। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক ।
জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় শরীয়তপুরে ৬৯৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাবে। এর মধ্যে আগামী ২৩ জানুয়ারি ৫০০ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হবে। আর বাকি ১৯৯ পরিবারকে আগামী ৩০ জানুয়ারির মধ্যে দেয়া হবে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এসব ঘর দেয়া হচ্ছে। বাংলাদেশে আর কেউ গৃহহীন থাকবে না।