প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ২:৪২ পিএম আপডেট: ২২.০১.২০২১ ২:৪৬ পিএম | প্রিন্ট সংস্করণ
পুরান
ঢাকার লাগবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন ও বাজারজাত করার দায়ে
দুটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
জব্দ করা হয়েছে ১৯ লাখ ৩১ হাজার টাকার পলিথিনের ব্যাগ।
র্যাব-২ এর এএসপি
মো.আবদুল্লাহ আল মামুন জানান, গত বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত লালবাগের
বাগানবাড়ী এলাকায় দুটি পলিথিনের শপিং ব্যাগ তৈরির ফ্যাক্টরিতে পরিবেশ
অধিদফতরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে র্যাব-২। এ আদালতের
নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
অভিযানকালে সরকার নিষিদ্ধ অবৈধ পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি এবং
বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠান দুটির মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া প্রতিষ্ঠান দুটি থেকে আনুমানিক ১৯ লাখ ৩১
হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।
মো.
আবদুল্লাহ আল মামুন আরো জানান, পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতিকারক
দিক বিবেচনা করে ২০০২ সালে পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার
নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন
গোপনে তৈরি করে বাজারজাত করে যাচ্ছে। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য ক্রমবর্ধমান
হুমকির মুখে। তাই এই অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার লক্ষে গোয়েন্দা
কার্যক্রম অব্যাহত রাখছে র্যাব-২। ভবিষ্যতেও র্যাব-২ এ ধরনের অভিযান
অব্যাহত রাখবে।