বান্দরবানে জিপ খাদে পড়ে ৩ জনসহ সারা দেশে সড়কে ৬ ব্যক্তি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনায় বরিশালের গৌরনদীতে কোস্টগার্ডের ট্রাকের ধাক্কায় চার পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এদের মধ্যে বান্দরবানে থানচি উপজেলায় একটি জিপ খাদে পড়ে ৩ জন, ফেনীর সোনাগাজী উপজেলার মালেবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় তামান্না তাবাচ্ছুম মম (৯) নামে ১ শিশু, পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে আলুবোঝাই ট্রাকচাপায় ঘুমন্ত অবস্থায় লিটন সরকার নামের ১ জন, ময়মনসিংহের নান্দাইলে ট্রলির চাপায় অটোরিকশার ১ যাত্রী নিহত হয়েছেন। বান্দরবানে থানচি উপজেলায় একটি জিপ খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। থানচি থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, গতকাল সকালে উপজেলার থানচি-লিক্রি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
তিনি হলেন- বান্দরবান সদর উপজেলার বাকলাই পাড়ার লালসিম এল বম। এ ঘটনায় আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। ওসি বলেন, গতকাল সকালে সীমান্তবর্তী এলাকা লিক্রি থেকে জিপে করে থানচির বাজারে যাচ্ছিলেন একদল যাত্রী। পথে চালক নিয়ন্ত্রণ হারালে জিপটি খাদে পড়ে যায়। পরে আহত অবস্থায় আট যাত্রীকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি সাইফুদ্দিন।
ফেনীর সোনাগাজী-ফেনীর সোনাগাজী উপজেলার মালেবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় তামান্না তাবাচ্ছুম মম (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সোনাগাজী-কাশ্মীরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। তামান্না সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের পা-ব বাড়ীর জসিম উদ্দিনের মেয়ে। জানা গেছে, ওই সড়কের সামনে সিএনজিচালিত দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যাত্রী তামান্না গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন।
পাবনার চাটমোহ-পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে গতকাল ভোর সাড়ে ৬ টার দিকে আলুবোঝাই ট্রাকচাপায় ঘুমন্ত অবস্থায় লিটন সরকার (৩২) নামের একজন নিহত হয়েছেন। মান্নানগর-চাটমোহর সড়কের বল্লভপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। লিটন সরকার পুরাতন বল্লভপুর গ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে। সড়কের ওয়াবদা বিভাগের জায়গায় কুঁড়ে ঘর তৈরি করে বসবাস করতেন। চাটমোহর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ট্রাকটি ঠাকুরগাঁও’র রাণীশংকৈল থেকে আলু বোঝাই করে পাবনার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৬টার দিকে বল্লভপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কুঁড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে লিটন সরকার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তখন নিহতের স্ত্রী ও ছোট্ট ছেলে ঘরের বাহিরে থাকায় অল্পের জন্যে প্রাণে রক্ষা পেয়েছে। খবর পেয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে-ময়মনসিংহের নান্দাইলে ট্রলির চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত আরো চারজন। গতকাল সকালে উপজেলার জামতলা বাজার এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যাত্রীর নাম আব্দুল আউয়াল মিয়া (৫২) । তার বাড়ি নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের কোনাডাঙ্গর গ্রামে। তিনি জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়ার ফুফাতো ভাই। স্থানীয় সূত্র জানায়, ফুটবলার জামাল ভূঁইয়ার গ্রামের বাড়ি নান্দাইল উপজেলার মুশলী ইউনিয়নের চংভাদেড়া গ্রামে। গত বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তাদের নিজ বাড়িতে দাদি হামিদা খাতুন মারা যান। বৃহস্পতিবার সকাল ১১টায় ছিল তার নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জামাল ভূঁইয়ার চাচাতো ভাই জুনাঈদ ভূঁইয়া জানান, তাদের ফুফাতো ভাই আব্দুল আউয়াল দাদির জানাজায় অংশ নিতে কিশোরগঞ্জ জেলা শহরের বাসা থেকে আটজন সদস্য নিয়ে অটোরিকশা যোগে তাদের বাগির উদ্দেশে রওনা হন। তাদের বহনকারী অটোরিকশাটি কিশোরগঞ্জ শহর পার হয়ে জামতলা বাজারের কাছে পৌঁছতেই মাটি বহনকারী একটি ট্রলি যানটিকে চাপা দেয়। এতে অটোরিকশার সব যাত্রী সড়কে ছিটকে পড়লে আব্দুল আউয়াল, তার স্ত্রী রেহানা আক্তার (৪৫), বড় বোন আঙ্গুরা খাতুন(৫৮), ছোটবোন তাসমিনা(৩২) ও সোহেল(২২ ) মারাত্মক আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আব্দুল আউয়াল মারা যান। আহতদের কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বিকালে আব্দুল আউয়ালের মরদেহ তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়। নান্দাইল মডেল থানার ওসি(তদন্ত) আবুল হাসেম জানান, এ ব্যাপারে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হকের মোবাইল ফোনে কয়েকবার কল দিয়েও সেটি বন্ধ পাওয়া যায়।
এছাড়া, বরিশালের গৌরনদীতে-বরিশালের গৌরনদীতে বাংলাদেশ কোস্টগার্ডের ট্রাকের ধাক্কায় গৌরনদী থানা পুলিশের পিকআপের সম্মুখ অংশ দুমড়ে মুচড়ে এসআইসহ পুলিশের চার সদস্য আহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার রাত ৮টার দিকে উপজেলার তাঁরাকুপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম, পিকআপ চালক কনস্টেবল আঃ রহমান, কনেস্টবল রিয়াজুল ইসলামকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার নিশ্চিত করেছেন।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, নৈশ টহল দিতে গৌরনদী থানা পুলিশের পিকআপটি (ঢাকা মেট্রো-ঠ-১৪-২৭৮৫) বুধবার রাতে উপজেলার ভূরঘাটা এলাকায় যাচ্ছিল। বরিশালগামী কোস্টগার্ডের একটি ট্রাক (ঢাকা মেট্রো-অ ১১-৪৮৩৫) বুধবার রাত ৮টার দিকে তাঁরাকুপি এলাকা অতিক্রমকালে ট্রাকটি ব্রেক ফেল করে থানা পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের ডান অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপে মধ্যে থাকা এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম, পিকআপ চালক কনস্টেবল আ. রহমান, কনেস্টবল মো. রিয়াজুল ইসলাম আহত হয়। গুরুতর আহত পুলিশের ওই ৪ সদস্যকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গৌরনদী থানায় একটি সাধারন ডায়রি দায়ের করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার আ. রব হাওলাদার জানান।