আ. লীগ গড়বে এক লাখ সাইবার যোদ্ধা
প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ২:২৩ এএম আপডেট: ২২.০১.২০২১ ২:৪৯ পিএম | প্রিন্ট সংস্করণ
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হচ্ছে আওয়ামী লীগ, দলটির নেতাকর্মীদের এমন অভিযোগ অনেকদিনের। এবার সেসব অপপ্রচারকে রুখে দিতে উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি। এজন্য প্রশিক্ষণের মাধ্যমে সমমনা ১ লাখ সাইবার যোদ্ধা গড়ে তোলা হবে। দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির তত্ত্বাবধানে শিগগিরই প্রশিক্ষণ শুরু হবে।
কিছুদিন আগে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ‘মাঠের রাজনীতিতে লড়াই করতে না পেরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়ো হয়েছে একটি গ্রুপ, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালায়। সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে বেড়ায়।’ এই বক্তব্যের পরেই মূলত নড়েচড়ে বসে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। জানা গেছে, এক লাখ সাইবার যোদ্ধা গড়ে তোলার টার্গেট নেওয়া হয়েছে ২০২১ সালের মধ্যে। এদের কাজ হবে অনলাইনের যে কোনো প্লাটফর্মে আওয়ামী লীগের বিরুদ্ধে ছড়ানো সকল প্রকার অপপ্রচার মোকাবেলা করা।
প্রাথমিকভাবে ১০ হাজার সাইবার যোদ্ধাকে ট্রেনিং দেবেন বিশেষজ্ঞরা। সে জন্য আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন অঙ্গসংগঠন থেকে বাছাইয়ের কাজ চলছে। এ বিষয়ে নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের কল্যাণেই আজকের এই ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অক্লান্ত পরিশ্রমে এই খাতে নিরব বিপ্লব ঘটে গেছে। অথচ এই সুযোগ গ্রহণ করেই একটা গোষ্ঠি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এদের বিরুদ্ধে ওই সোশ্যাল মিডিয়াতেই লড়াই করতে হবে।’