প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ২:২৩ এএম আপডেট: ২২.০১.২০২১ ২:৫২ পিএম | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ
ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগসহ
সংশ্লিষ্ট বিভাগে গত ২০০৮ থেকে ২০২০ সালে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নাম,
পদবী, ঠিকানাসহ বিস্তারিত জানতে চেয়েছেন হাইকোর্ট। বিদেশে পালিয়ে থাকা পি
কে হালদারের বিষয়ে জারি করা রুল শুনানিতে গতকাল বৃহস্পতিবার এ আদেশ
দিয়েছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের
হাইকোর্ট বেঞ্চ।
ওই সময়ে অর্থপাচার রোধে এসব কর্মকর্তাদের ব্যর্থতা আছে
কিনা এবং অর্থপাচারের বিয়টি তারা টের পেয়েছিলেন কিনা, পেয়ে থাকলে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কিনা তা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জানাতে বলা
হয়েছে বাংলাদেশ ব্যাংককে।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো.
খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন
উদ্দিন মানিক। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ
শামীম আজিজ। পি কে হালদারকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেফতার করতে কী
পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
সেই আদেশের ধারাবাহিকতায় গতকাল এই আদেশ দেন আদালত।