বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
‘সেলিব্রেটিং আমেরিকা’
দায়িত্ব নিয়েই ট্রাম্প নীতি বদলাতে ব্যস্ত বাইডেন
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ২:২৩ পিএম আপডেট: ২২.০১.২০২১ ২:৫৭ পিএম | প্রিন্ট সংস্করণ

দায়িত্ব নিয়েই ট্রাম্প নীতি বদলাতে কাজ শুরু করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই ডোনাল্ড ট্রাম্পের প্রধান কিছু নীতি উল্টে দেন তিনি। ‘যে সংকটগুলোর মুখে পড়েছি আমরা তা মোকাবিলার ক্ষেত্রে নষ্ট করার সময় নেই,’ অভিষেকের পর হোয়াইট হাউসের দিকে যাওয়ার সময় এক টুইটে এমনটি বলেছেন বাইডেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, প্রেসিডেন্ট বাইডেন ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, এরমধ্যে করোনাভাইরাস মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের আরও তৎপর হওয়ার বিষয়টি প্রথমে রেখেছেন তিনি। অন্যান্য আদেশের মাধ্যমে আবহাওয়া পরিবর্তন ও অভিবাসনের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের অবস্থানও উল্টে দিয়েছেন তিনি। এই নির্বাহী আদেশগুলোর বিস্তারিত তুলে ধরে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বাইডেন পদক্ষেপ নেবেন- শুধু ট্রাম্প প্রশাসনের গুরুতর ক্ষতিগুলো উল্টে দিতেই না, পাশাপাশি আমাদের দেশের এগিয়ে যাওয়া শুরু করতেও।’

বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের চার লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস মহামারি মোকাবিলার জন্য ধারাবাহিক কিছু পদক্ষেপ কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সব দফতর ও স্থাপনায় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হবে। মহামারি মোকাবিলায় নেওয়া পদক্ষেপগুলো সমন্বয় করতে নতুন একটি দফতর স্থাপন করা হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র। ডব্লিউএইচও’র সঙ্গে যুক্তরাষ্ট্রের ফের যুক্ত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহামারি মোকাবিলায় সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’, তিনি এমনটি বলেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে তার প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন তিনি। গত বছর এই চুক্তি থেকে আন্ষ্ঠুানিকভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন ট্রাম্প। বিতর্কিত কিস্টোন এক্সএল পাইপলাইনের ক্ষেত্রে দেওয়া প্রেসিডেন্টের অনুমোদনও প্রত্যাহার করে নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের আদিবাসী আমেরিকানরা ও পরিবেশবাদীরা এক দশকেরও বেশি সময় ধরে এই অনুমোদনের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল।

বিদেশি মিত্রদের সঙ্গে ফোনালাপ :প্রথম বিদেশি নেতা হিসেবে আজই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ফোন করবেন বাইডেন বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি। এসময় বাইডেন কিস্টোন পাইপলাইনের বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন। প্রস্তাবিত পাইপলাইনটি বেসরকারি অর্থায়নে নির্মাণের কথা ছিল। এর ব্যয় ধরা হয়েছিল আট বিলিয়ন ডলার। এই পাইপলাইনের মাধ্যমে কানাডার আলবার্টা থেকে দৈনিক আট লাখ ৩০ হাজার ব্যারেল ভারী অপরিশোধিত তেল নেব্রাস্কায় নিয়ে যাওয়ার কথা ছিল।

২০১৫ সালে এই পাইপলাইন নির্মাণে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস অনুমোদন দিলেও তাতে ভিটো দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই সিদ্ধান্ত উল্টে দেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট সদ্য সাবেক ডোনাল্ড ট্রাম্প। অভিবাসনের ক্ষেত্রে বাইডেন মেক্সিকো সীমান্ত বরাবর দেয়াল নির্মাণে তহবিল ছাড়ে সহায়তা করা ট্রাম্প প্রশাসনের ‘জরুরি ঘোষণা’ বাতিল করেছেন। এর পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু দেশের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিয়েছেন।

গত বুধবার উৎসবের শহর হওয়ার কথা ওয়াশিংটনের। এদিন আতসবাজির ঝলকানিতে প্রতিটি আমেরিকান আগামী চার বছরের স্বপ্ন চোখে এটে নেবেন। লাখো লাখো আমেরিকান জড়ো হবেন এই উৎসবে। তারা গাইবেন হাসি উল্লাস করবেন আর প্রহর গুণবেন কখন নতুন প্রেসিডেন্ট বাইবেলে হাত রেখে ‘সেলিব্রেটিং আমেরিকা’ স্লোগানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবেন। আমরা সবাই আমেরিকান সাদা কালোর প্রভেদ নেই, আমাদের এক দেশ আমেরিকা। কিন্তু এবারে ততটা আবেগী উৎসব দেখা যায়নি। কারণ, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের উগ্র সমর্থকদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং হুমকি। ব্যতিক্রমী বাস্তবতায় ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে জো বাইডেন। ২০ জানুয়ারি দিনভর কর্ম ব্যস্ততার পর হোয়াইট হাউসের অদূরে লিংকন মেমোরিয়ালে ‘সেলিব্রেটিং আমেরিকা’ উৎসবে যোগ দেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। লিংকন মেমোরিয়ালে গত বুধবার  রাতে প্রাইম টাইমের উৎসবে যোগ দিয়ে বাইডেন বলেছেন, আমেরিকা এক মহৎ জাতির দেশ। ভালোবাসার সম্মিলিত চেষ্টাই আমাদের সামনের বিরাজমান সব হুমকি থেকে উত্তরণ ঘটাতে পারে।

তিনি বলেন, ‘আমাকে সম্মানিত করার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আমার সবটুকু আপনাদের জন্য বিসর্জন করব। বিখ্যাত অভিনেতা টম হ্যাংকস ‘সেলিব্রেটিং আমেরিকা’ উৎসবের সঞ্চালনা করেন। হলিউড তারকা ব্রুস স্প্রিংস্টিন, কেটি পেরি, জন লিজেন্ডের মতো তারকাদের জমজমাট উপস্থিতিতে এক স্মরণীয় উৎসব হয়ে ওঠে ‘সেলিব্রেটিং আমেরিকা’। যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান টিভি ও রেডিও চ্যানেল সরাসরি লিংকন মেমোরিয়াল থেকে এ অনুষ্ঠান সম্প্রচার করে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]