প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ১:০৩ পিএম আপডেট: ২২.০১.২০২১ ৩:০১ পিএম | অনলাইন সংস্করণ
শুক্রবার (২২ জানুয়ারি) সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী উইন্ডিজ দলের অধিনায়ক জেসন মোহাম্মদ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতিয় ম্যাচে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। ম্যাচের শুরুতেই সফরকারীদের ওপর আঘাত হানেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পেসের পর আক্রমণ স্পিনের। পরপর জোড়া আঘাত করেন মেহেদি হাসান মিরাজ। সাকিব ও তুলে নেন ১ উইকেট। এরপর শুন্য রানে সাজঘরে ফিরে কাইল মাইরাস।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭১ রান।
সিরিজ বাঁচাতে মাঠে নামেন সুনিল অ্যামব্রিস ও জর্ন ওটলে। তবে ইনিংস বড় করতে পারেনি উইন্ডিজ ওপেনিং জুটি। দলীয় ১০ রানে মুস্তাফিজের বলে মেহেদি হাসানের হাতে ক্যাচ দিয়ে জুটি ভাঙেন সুনিল অ্যামব্রিস(৬)।
এরপর স্পিনে ধরাশায়ী হয় দুই ক্যারিবীয় ব্যাটসম্যান। জর্ন ওটলে(২৪) ও জশুয়া ডা সিলভাকে(৫) ঘরে ফেরান মেহেদি মিরাজ।
বলে আসেন সাকিব। তিনিও খালি হাতে ফেরেননি। আন্দ্রে ম্যাকার্থিকে ৩ রানে ঘরে ফেরান। অর্ধশতকের আগেই ৪ উইকেট হারালো সফরকারীরা।
সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে অভিষিক্ত ছিলেন ছয়জন। দ্বিতীয় ম্যাচে সেই ছয়ের একজন ডানহাতি পেসার চামার হোল্ডারকে বাদ দিয়ে ওপেনিং ব্যাটসম্যান ও লেগব্রেক বোলার জর্ন ওটলে’কে দলে নিয়েছে ক্যারিবীয়রা। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ৩১ বছর বয়সী ওটলের।