প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২২.০১.২০২১ ১:৫৮ এএম | প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় অভিনেতা অপূর্ব নিজেই ভাঙ্গলেন নিজের রেকর্ড। সম্প্রতি আলোচনায় উঠে এসেছে অপূর্বর ‘এক্সচেঞ্জ’ নাটকটি। গত বছরের ২৩ নভেম্বর রুবেল হোসেন পরিচালিত নাটকটি ইউটিউবে প্রকাশ হয়। এরপর মাত্র ৫৩ দিনের মাথায় (১৫ জানুয়ারি) এটি অতিক্রম করে কোটি ভিউয়ের ক্লাব! যা বাংলাদেশের নাটকের ইতিহাসে দ্রুততম ভিউ বিচারে দ্বিতীয় স্থান।
এর কয়েক মাস আগেই এই অবস্থানে ছিল অপূর্ব আরেক নাটক ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’! এটি ইউটিউবে প্রকাশের ৭৩ দিনের মাথায় এক কোটি ভিউ অতিক্রম করে। এর পরই মাত্র ৫৩ দিনে ‘এক্সচেঞ্জ’ অতিক্রম করে ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ নাটকটির রেকর্ড। ফলে তৃতীয় অবস্থানে নেমে আসে ‘চাপাবাজ’ নাটকটি। অন্যদিকে প্রথম অবস্থানে রয়েছে অপূর্ব-মেহজাবীন অভিনীত আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি। এটি ৩৩ দিনে অতিক্রম করে কোটি ভিউর ঘর।
দ্রুততম কোটি ভিউয়ের প্রথম চারটি নাটকই জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত! তিনি বলেন, ‘সবই আসলে সৃষ্টিকর্তার ইচ্ছা আর দর্শকদের ভালোবাসার প্রতিচ্ছবি। আর কিছুই না। তা না হলে দ্রুততম সময়ের মধ্যে কোটি ভিউ হওয়া প্রথম চারটি নাটকই কেন আমার হবে! আমি বা আমরা শিল্পীরা বরাবরই চেষ্টা করি দর্শকদের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে। আমি অন্তত তা-ই করেছি সব সময়। যত দিন অভিনয় করি, সেটাই করে যাব। কারণ, দর্শকরাই পারে আমাদের বাঁচিয়ে রাখতে অথবা মেরে ফেলতে। ফলে তাদের চাওয়া-পাওয়াটাই আমার কাছে সবার আগে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নতুন রেকর্ডটির সঙ্গে সংযুক্ত সবার প্রতি।’