প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২২.০১.২০২১ ১২:৪৪ এএম | প্রিন্ট সংস্করণ
টেস্ট ব্যাটিং- অজিঙ্কা রাহানে, ১১২ বনাম অস্ট্রেলিয়া/টেস্ট বোলিং- জশ হ্যাজলউড, ৮ রানে ৫ উইকেট বনাম ভারত/ওয়ানডে ব্যাটিং- গ্লেন ম্যাক্সওয়েল, ১০৮ বনাম ইংল্যান্ড/ওয়ানডে বোলিং- ব্লেসিং মুজারাবানি, ৪৯ রানে ৫ উইকেট বনাম পাকিস্তান/টি টোয়েন্টি ব্যাটিং- জনি বেয়ারস্টো, ৮৬* বনাম, দক্ষিণ আফ্রিকা/টি টোয়েন্টি বোলিং- লকি ফার্গুসন, ২১ রানে ৫ উইকেট বনাম ওয়েস্ট ইন্ডিজ/নারী ব্যাটিং- অ্যালিসা হিলি, ৭৫ বনাম ভারত/নারী বোলিং- পুনম যাদব, ১৯ রানে ৪ উইকেট বনাম অস্ট্রেলিয়া/বর্ষসেরা অভিষিক্ত- কাইল জেমিসন
ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার বাছাইয়ের জুরিতে ছিলেন সম্বিত বাল, ড্যানিয়েল ব্রেটিগ, জর্জ ডোবেল, অ্যান্ড্রু ফিদেল ফার্নান্দো, নাগরাজ গোল্লাপুড়ি, মোহাম্মদ ইসাম, রওনক কাপুর, অ্যান্ড্রু ম্যাকগ্লাশান, অ্যান্ড্রু মিলার, সিদ্ধার্থ মঙ্গা, ফিরদোস মুন্ডা এবং ওসমান সামিউদ্দিন।