প্রকাশ: শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ
আজ মীরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ভিতরে তিন ম্যৗাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে সদ্য প্রয়াত বিসিবির সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদকে শ্রদ্ধা জানাবে বিসিবি।
ম্যাচের শুরুতে প্রয়াত রাইসউদ্দিনকে শ্রদ্ধা জানানো হবে। গত বুধবার এই মহান ক্রীড়া ব্যাক্তিত্বকে শ্রদ্ধা না জানানোর বিষয়ে বিসিবির অন্যতম দুই নীতি নির্ধারক জালাল ইউনুস ও আকরাম খান দুঃখ প্রকাশ করেছেন। তারা আশ্বস্ত করেছেন, আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে তাঁকে সম্মান জানানো হবে।
বোর্ড পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল কৃতজ্ঞ চিত্তে রাইস উদ্দিনের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘সত্তর দশকের মাঝামাঝিতে আমার খেলোয়াড় ক্যারিয়ার শুরুর সময় রাইস ভাই ছিলেন বোর্ড সম্পাদক। আমি দেখেছি কত সীমাবদ্ধতা আর দূর্বল অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়েও রাইস ভাই, দামাল ভাই, হুদা ভাই ও রেজা ভাইরা ক্রিকেট বোর্ড চালিয়েছেন। মাঠ ছিল হাতে গোনা, আম্পায়ারদের পয়সা দেয়ার সামর্থ্য ছিল না। তারপরও তারা নিজেরা খরচ করে নিয়মিত প্রথম, দ্বিতীয় বিভাগ লিগ চালিয়েছেন। দেশের ক্রিকেটে রাইস ভাইয়ের অবদান অপরিসীম।’