প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১, ৪:৩৫ পিএম আপডেট: ২১.০১.২০২১ ৪:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
ভারতের পুনের মঞ্জরি অঞ্চলে সেরাম ইন্সটিটিউটের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১ নম্বর টার্মিনালের গেট থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
দ্বিতীয়তলায় এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
সেখানে বিসিজি টিকা তৈরি হয় বলে জানানো হয়। লক্ষ লক্ষ করোনা টিকা মজুত রয়েছে এখানে। আগুনের গ্রাসে পড়ে গোটা ইনস্টিটিউট জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যাওয়র ছব্রি প্রকাশ হয়েছে দেশেটির বিভিন্ন গণমাধ্যমে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাসায়নিক পদর্থের কারণে এত ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তবে এখনও আগুনের উৎসস্থলে পৌঁছানো যায়নি।
অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে কোভিশল্ড ভ্যাকসিন তৈরি করেছে পুনের সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া।
ভোরের পাতা/কেএম