প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১, ৩:৩৪ পিএম আপডেট: ২১.০১.২০২১ ৪:০৩ পিএম | প্রিন্ট সংস্করণ
মাঘ মাসের শীতে কুয়াশাঘেরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে মৃদু শৈতপ্রবাহ চলছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। গতকাল বুধবার সকাল থেকে কুয়াশায় সূর্যের মুখ দেখা যায়নি ঢাকায়। তবে কুয়াশা ও বৃষ্টির কারণে তাপমাত্রা খুব একটা না কমলেও শীতের অনুভূতি হচ্ছে বেশি। হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। তার মধ্যেই মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি হয়ে গেছে অল্প সময়ের জন্য। তার সাথে হালকা ও মাঝারি বাতাস।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বৃহস্পতিবারও এমন বৃষ্টির আভাস রয়েছে। এই বৃষ্টির পর পরশু শুক্রবার থেকে কয়েকদিন শীতের অনুভূতিও বাড়বে। উত্তর জনপদে পৌষের শেষে ও মাঘের শুরুতে সপ্তাহখানেক টানা শৈত্যপ্রবাহ ছিল। গতকাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তাপমাত্রা বেড়েছে অনেক এলাকায়। তাতে মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেছে। গতকাল সীতাকুণ্ডে দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ওমর ফারুক বলেন, ঢাকাসহ অনেক এলাকায় এমন ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। ঢাকায় দশমিক ৪ মিলিলিটার। বৃহস্পতিবারও দিনের যে কোনো সময় দেশের বিভিন্ন এলাকায় এমন বৃষ্টি হতে পারে। গত শুক্রবার থেকে ফের দিন-রাতের তাপমাত্রা কমার আভাস দিয়ে তিনি বলেন, দুই-তিন দিন পর শীত তো বাড়বেই। শুষ্ক আবহাওয়ায় ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেশ কয়েক দিন থাকতে পারে। ডিসেম্বরে রংপুর, রাজশাহী, কুষ্টিয়া ও যশোর অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। মধ্য জানুয়ারিতে ফের শৈত্যপ্রবাহ শুরু হয়। ১৫ জানুয়ারি বদলগাছিতে থার্মোমিটারের পারদ নেমে যায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
বুধবার সকালে হঠাৎ করেই আকাশ মেঘলা অবস্থার সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যায় আকাশ। অফিসগামী মানুষকে দুর্ভোগে পড়তে হয়। রাজধানীতে গত কয়েক দিনে তাপমাত্রা খুব একটা না কমায় যারা তেমন একটা গরম কাপড় পরেননি, তারা হঠাৎ বৃষ্টিতে জেঁকে বসা ঠাণ্ডা ভোগান্তিতে পড়েন। শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন রাস্তায় কর্মরত সাধারণ শ্রমজীবী মানুষ। বিশেষ করে রিকশাওয়ালা, ফুটপাতের দোকানদার এবং রাস্তায় যাদের বসবাস তারা বিপদে পড়েছেন। কোনও প্রস্তুতি না থাকায় বৃষ্টি শুরু হওয়ার পর মাথা গোঁজার জায়গাটুকুও ভিজে যায়। অল্প বৃষ্টি হলেও শীতের কারণে স্যাঁতস্যাঁতে পরিস্থিতি বিরাজ করছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এ অবস্থা থাকবে আগামীকালও।
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝ রাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।