প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১, ৩:৩৪ পিএম আপডেট: ২১.০১.২০২১ ৪:১৩ পিএম | প্রিন্ট সংস্করণ
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন ভোরের পাতাকে বলেন, ‘কেউ যদি গৃহকর্মী দ্বারা এমন নির্যাতন বা অপরাধের শিকার হয় আমাদেরকে অভিযোগ করেন, আমরা সঙ্গে সঙ্গে তা আমলে নিই। তিনি বলেন, মানুষকে জীবিকার প্রয়োজনেই দিনের বেশিভাগ সময় বাইরে কাজে থাকতে হয়। ফলে গৃহকর্মীদের উপর ভরসা তাদের করতেই হয়। সেই সুযোগটা নিয়ে তারা এসব অপরাধ করে থাকে।
অতিরিক্ত ডিআইজি বলেন, অপরাধ কমানোর জন্যে পুলিশ বা সিআইডি তাদের নিয়মে কাজ করে যাচ্ছেন। এর সুদূরপ্রসারী ফলের জন্যে সোশ্যাল ক্যাম্পেইন, জনগণকে সচেতন করা, বিশেষ করে গৃহকর্মীদের উপর যেন সব দায়িত্ব না দেওয়া হয় সে ব্যাপারে সজাগ থাকা, গৃহকর্মীদের নজরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সব মেট্রোপলিটন পুলিশের রুলস আছে থানায় গৃহকর্মীদের তথ্য দেওয়ার ব্যপারে। মানুষের অসচেতনতার কারণে এসব বিষয়ে গুরুত্ব দেয় না। সবাই যদি সচেতনতার সঙ্গে কাজটুকু করতো তাহলে অনেকাংশে এসব অপরাধ নির্র্মূল সম্ভব।