মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নতুন বছর বরণ করলেন টাইগার ক্রিকেটাররা
প্রকাশ: রোববার, ৩ জানুয়ারি, ২০২১, ১:৩৮ পিএম | প্রিন্ট সংস্করণ

নতুন বছর, নতুন সূর্যোদয়। ২০২০ সালের হতাশা, শোক আর ব্যর্থতা ভুলে নতুন আশায় দিন গুনছে পুরো মানবজাতি। আর দশজন মানুষের মতো কঠিন পরীক্ষার একটি বছর কাটিয়ে ২০২১ সালে ভালো কিছুর আশায় বাংলাদেশের ক্রিকেটাররাও। তারা পুরনো বছরকে বিদায় জানিয়ে স্বাগত জানিয়েছেন নতুনকে। করোনার কারণে ২০২০ সালটা ভীষণ অস্বস্তিতে কেটেছে সবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে স্বভাবতই ঘুরেফিরে এসেছে করোনার কথা। ২০২১ সালে এই ভাইরাসের কাছ থেকে মুক্তি পেয়ে মহান সৃষ্টিকর্তা সবাইকে নতুন দিন দেখাবেন সেই আশাতেই মাশরাফি-সাকিব-মুশফিকরা। বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার ফেসবুক পেজে লিখেছেন,২০২১-কে স্বাগত জানাতে গিয়ে ২০২০ মনে পড়ে। জানিনা ২০২১-এ কী অপেক্ষা করছে। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন। শুভ হোক সবার জীবনে ২০২১। নতুন বছরকে স্বাগত জানিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সাকিব আল হাসান। এরপর আরেকটি পোস্ট দিয়ে জানিয়েছেন বাবা হওয়ার সুখবর। সেখানেও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার। ফেসবুকে স্ত্রী-সন্তানের সঙ্গে ছবি দিয়ে মুশফিকুর রহিম লিখেছেন,আরো একটা বছর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ও সুস্বাস্থ্যে রেখেছেন। আমরা জানি ২০২০ সাল অনেকেরই চরম দুর্দশায় কেটেছে। একই সঙ্গে বছরটা আমাদের শিখিয়েছে জীবনের অনেক ছোট ব্যাপারে নতুন করে চিন্তা করতে, যেগুলো আমরা হয়ত চিন্তাই করতাম না। নতুন বছরে যেন আমরা নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরো ভাল মানুষ হিসেবে তৈরি করতে পারি। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে তর সইছে না আমার। আশা করি সবার মুখে হাসি এনে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নিজের পরিবারের ছবি দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবালও। টাইগার ওয়ানডে অধিনায়ক স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তোলা ছবি আপলোড করে লিখেছেন, সর্বশক্তিমানের দয়া সবসময় আপনাদের সঙ্গে থাকুন। নতুন বছরটা হোক সুস্বাস্থ্যময় ও সাফল্যপূর্ণ। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক তার ফেসবুক পেজে লিখেছেন, নতুন বছর হোক আনন্দ ও ইতিবাচকতায় পূর্ণ। শুভ নববর্ষ। টাইগার দলের তারকা পেসার রুবেল হোসেন তার ফেসবুক পেজে ছেলের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। করোনা মুক্ত একটি সুন্দর পৃথিবীর অপেক্ষায়। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তিনি যেন প্রতিটি মানুষকে সুখে শান্তিতে রাখেন। বাংলাদেশ দলের স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজে লিখেছেন, ২০২০ আমাদের সবার জন্যই ছিল ভীষণ কঠিন, ক্রিকেটের জন্যও খারাপ একটি বছর। বছরটি ছিল শুধু টিকে থাকার, আমাদের করার মতো কিছুই ছিল না। এবার প্রার্থনা করছি ২০২১ সাল সবার জন্য নিরাপদ, স্থিতিশীল এবং সুখময় হোক। দারুণ এক বছর কাটুক। হ্যাপি নিউ ইয়ার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]