কোভিড টেস্ট হলো সালমা-জাহানারাদের
প্রকাশ: রোববার, ৩ জানুয়ারি, ২০২১, ১:৩৮ পিএম | প্রিন্ট সংস্করণ
ভারতের নারী আইপিএল খেলতে সেই নভেম্বরেই অনুশীলনে ফিরেছেন অধিনায়ক সালমা আর অলরাউন্ডার জাহানারা; কিন্তু বাকি নারী ক্রিকেটাররা প্র্যাকটিসে নেই প্রায় ১০ মাস। মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্ব টি-টোয়েন্টিই শেষ। এরপর করোনার কারণে আর মাঠে নামা হয়নি। দীর্ঘ ১০ মাস পর এবার আবার ব্যাট ও বল হাতে মাঠে নামবেন নারী ক্রিকেটাররা। আগামীকাল সোমবার আবার অনুশীলন শুরু করবেন সালমা, জাহানারা-রুমানারা। প্র্যাকটিস হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নিয়ম মেনে করোনার মধ্যে কোভিড-১৯ টেস্ট দিয়েই তাদের প্র্যাকটিস করতে হবে। গতকাল শনিবার ২৯ ক্রিকেটারসহ কোচিং ও সাপোর্টিং স্টাফ মিলে ৪২ জনের করোনা টেস্ট করানো হয়েছে ঢাকায়। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী শনিবার বিকেলে জানিয়েছেন, নিয়ম মেনেই নারী ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফের কোভিড টেস্ট হয়েছে। ২৯ ক্রিকেটারের সাথে ১৩ জন কোচিং ও সাপোর্টিং স্টাফও নমুনা দিয়েছেন। দেবাশীষ চৌধুরী আরও জানান, গতকাল শনিবার রাতেই করোনা টেস্টের রিপোর্ট দেয়া হয়েছে। যারা নেগেটিভ হয়েছে তারা সবাই আজ রোববার সকালে সিলেট চলে যাবেন।