সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বসুন্ধরা এলপিজির সঙ্গে মাকড়াইল সিরামিকের চুক্তি
প্রকাশ: রোববার, ৩ জানুয়ারি, ২০২১, ১:৩৩ পিএম | প্রিন্ট সংস্করণ

আমাদের চারপাশের পরিবেশ একটু একটু করে ঝুঁকে পড়ছে ক্ষতির মুখে। আমরা যদি আমাদের পরিবেশ নিয়ে চিন্তা না করি তাহলে আগামীতে আমরা যেকোন ঝুঁকির মধ্যে পরতে পারি। তাই পরিবেশকে বিপন্ন না করে কিভাবে এই খাতে উন্নয়ন আনা যায় তা নিয়ে ভাবা সময়ের দাবি। তেমনই ভাবনা থেকে দেশের বৃহৎতম এবং এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড ‘বসুন্ধরা এলপি গ্যাস লি. এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ‘মাকড়াইল সিরামিকস লি.’। বাংলাদেশে এই প্রথমবারের মতো সিরামিক ইট উৎপাদন হবে পরিবেশবান্ধব উপায়ে। মাকড়াইল সিরামিকস এর কারখানায় পরিবেশ বান্ধব উপায়ে, এলপিজি ব্যবহারের মাধ্যমে প্রস্তুত হবে বাড়ি ঘর নির্মানে ব্যবহৃত সিরামিক ইট, প্রকারভেদে সলিড ও হোলো এবং ক্লেডিং (ফেসিং টাইলস, রুফ টাইলস, পেভারস এবং ফেন্সি)। এই কারখানা থেকে দৈনিক ১ লাখ ২০ হাজার পিস্ সিরামিক ইট উৎপাদিত হবে। চুক্তি অনুযায়ী আগামী ১৫ বছর এই কারখানায় জ্বালানী কারিগরি সহায়তা প্রদান করবে বসুন্ধরা এলপি গ্যাস লি.। প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বাল্ক এলপিজি ট্যাঙ্কার স্থাপনের মাধ্যমে এই কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাস লি. থেকে উপস্থিত ছিলেন, মাহবুব আলম (চিফ ফিন্যান্সিয়াল অফিসার), প্রকৌশলী জাকারিয়া জালাল (হেড অফ ডিভিশন, সেলস)। এবং মাকড়াইল সিরামিকস এর পক্ষে উপস্থিত ছিলেন, সৈয়দ সাদাফ জাফার (ম্যানেজিং ডিরেক্টর), সৈয়দ আলী হাসানাত (ডিজিএম, কমার্শিয়াল), দেওয়ান সালাহউদ্দিন (ফ্যাক্টরী অপারেশন  ম্যানেজার), মুরাদ শেখ (অ্যাডমিন এন্ড একাউন্টস ম্যানেজার)।  জাকারিয়া জালাল বলেন, এই বিনিয়োগ বসুন্ধরা এলপি গ্যাস একটি মাইলফলক হয়ে থাকবে। আমরা মার্কেটে এক নম্বর কোম্পানি হওয়ার পরও, বৈচিত্রতাপূর্ণ বিনিয়োগে বিশ্বাসী এবং নতুন নতুন ক্ষেত্র তৈরিতে বিশ্বাসী। সেই চিন্তা থেকে এবং ২০৩০ সালের মধ্যেই যে এসডিজি আমাদের অর্জন করতে হবে, সেই এসডিজি ১১ নং মড়ধষ এ বলা আছে- ‘গধশব পরঃরবং ধহফ যঁসধহ ংবঃঃষবসবহঃ রহপষঁংরাব, ংধভব, ৎবংরষরবহঃ ধহফ ংঁংঃধরহধনষব’- তা বাস্তবায়নের প্রথম পদক্ষেপে আমরা পা বাড়ালাম।
মাকড়াইল সিরামিকস এর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, আজকের বড় বড় অবকাঠামোগুলোই কোথাও না কোথাও আমাদের সবুজ পরিবেশকে ক্ষতিগ্রস্থ করে থাকে। তাই এমন কিছু উপায় নিয়ে আমাদের ভাবতে হবে যেখানে পরিবেশ-বান্ধব উপায়ে এই খাতের উন্নয়ন সম্ভব হয়। পরিবেশ বান্ধব ব্যবস্থায় যে সিরামিক ইট ফ্যাক্টরী নির্মাণ করা যায়, তা বসুন্ধরা এলপি গ্যাস লিঃ কে সাথে নিয়ে আমরা দেশে প্রথমবারের মতো শুরু করে দেখতে চাই। বসুন্ধরা এলপি গ্যাস লিঃ এর নিকট আমাদের কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ, সিরামিক ইট নির্মাণকারী ফ্যাক্টরীতে আমাদের কারিগরি কাজে পাশে থাকার জন্য।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]