কোস্ট গার্ডের বিশেষ অভিযান যাত্রিবাহী লঞ্চ থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ জানুয়ারি, ২০২১, ১:০৪ পিএম আপডেট: ০৩.০১.২০২১ ১:১৭ পিএম | প্রিন্ট সংস্করণ
চাঁদপুরের
মেঘনা নদীর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার
করেছে কোস্ট গার্ড। গত শুক্রবার মধ্যরাতে কোস্ট গার্ডের স্টেশন চাঁদপুর
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ভোলার দৌলতখান থেকে ঢাকা সদরঘাটগামী
এমভি সোনার তরী-২, হাতিয়ার চরফেশন থেকে ঢাকা সদরঘাটগামী এমভি তাসরিফ-৩ এবং
শরিয়তপুরের গুশের হাট থেকে ঢাকা সদরঘাটগামী এমভি শাহরুক-০১ নামের
যাত্রিবাহী লঞ্চ থেকে অন্তত ৬৩ মণ নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত
জাটকার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড
কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ওই অভিযানে জাটকা নিধনের সঙ্গে জড়িত কাউকে
গ্রেফতার করা যায়নি। পরে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী মেজিস্ট্রেট এবং
সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে
বিতরণ করা হয়। এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও
জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে
নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।