বই না পেয়ে বাড়ি ফিরল দাসিয়ারছড়া বিলুপ্ত ছিটমহলের শিক্ষার্থীরা
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: রোববার, ৩ জানুয়ারি, ২০২১, ১:০৪ পিএম আপডেট: ০৩.০১.২০২১ ১:১৭ পিএম | প্রিন্ট সংস্করণ
নতুন
বছরে বই না পেয়ে বাড়ি ফিরেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল
দাসিয়ারছড়ায় শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসার শিক্ষার্থীরা। বই না পেয়ে
খালি হাতে ফিরে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সদ্য
জাতীয়করণকৃত ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট পদ নিয়ে
শিক্ষক-কর্মচারীদের দুই গ্রুপের কোন্দলের কারণে বির্পযস্ত প্রতিষ্ঠানটির
শিক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম। অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, বই দেওয়ার
কথা বলে মাদরাসার এক পক্ষের সহকারী সুপার শাহানুর আলমসহ কয়েকজন
শিক্ষার্থীদের বাড়ি গিয়ে পুরাতন বই সংগ্রহ করেছেন। গতকাল শনিবার সকালে
শিক্ষার্থীরা মাদরাসায় বই নিতে গেলে তাদের বই দেয়নি কর্তৃপক্ষ। গতকাল বেলা
১১টায় সরেজমিনে প্রতিষ্ঠানে দেখা যায়, নতুন বই নেওয়ার জন্য বিভিন্ন শ্রেণির
শিক্ষার্থীরা অপেক্ষা করছে। অনেকেই কাঁদছে। অভিভাবকরা রেগে কর্তৃপক্ষের
কাছে জবাব চাইছেন। বই না পেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শিপন বলেন, অনেক
অপেক্ষার পর নতুন বই নিতে এসেছিলাম।