প্রকাশ: রোববার, ৩ জানুয়ারি, ২০২১, ১১:৩৬ এএম আপডেট: ০৩.০১.২০২১ ১১:৩৮ এএম | অনলাইন সংস্করণ
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের হটলাইন টিএন্ডটি নম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকায় কোনো প্রকার দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
রবিবার (০৩ জানুয়ারি) দিনগত রাত ১টা ৫০ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে হটলাইন নম্বরটি বিকল হয়ে পড়ে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মুহাম্মদ ফরহাদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার রাত ১টা ৫০ মিনিট থেকে আমাদের কন্ট্রোল রুমের হটলাইন টিএনটি নম্বরে কোনো ফোন আসছেও না, যাচ্ছেও না। যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আশা করছি সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে।
তিনি আরও জানান, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের মত ঘটনায় যোগাযোগ করুন এই নাম্বারে: ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৯৬৮৮৮১১১১।