সেঞ্চুরিও রুখতে পারেনি পাকিস্তানের হার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ২:২০ পিএম আপডেট: ৩১.১২.২০২০ ২:২৩ পিএম | প্রিন্ট সংস্করণ
টিম সাউদির মাইলফলকের দিনেই জয়ের ভিত গড়ে ফেলে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে ৩৭৩ রানের অসম্ভব লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের স্কোর ছিলো ৩ উইকেটে ৭১ রান। পঞ্চম দিনে সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্ঠা করেন ফাওয়াদ আলম। অধিনাযক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ১৬৫ রানের জুটি গড়েন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে ম্যাচে তার সেঞ্চুরি শুধু ব্যবধাই কমিয়েছে, পাকিস্তানের হার রুখতে পারেনি। ২৪০ রানে এই জুটি ভাঙ্গার পর ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ড জয় পায় ১০১ রানে। ১১ বছর পর সেঞ্চুরির দেখা পাওয়া ফাওয়াদ থামেন ১০২ রানে।রিজওয়ান করেন ৬০ রান। এটি ক্যারিয়ারের ফাওয়াদ আলমের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০০৯ সালের জুলাইতে অভিষেক টেস্টের শ্রীলঙ্কার বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌছেছিলেন ফাওয়াদ। এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল। আগের দিন পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৩৯ রানে গুটিয়ে দিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনে টম ব্লান্ডেল ও টম ল্যাথাম মিলে গড়েন ৯৮ রানের জুটি। কিউইরা ৫ উইকেটে ১৮০ রান তুলে ঘোষণা করে দ্বিতীয় ইনিংস। পাকিস্তানের হয়ে ৫৫ রানে ৩ উইকেট নেন নাসিম শাহ। সেই তুলনায় কিউই বোলাররা ঠিকই ভোগান্তিতে ফেলেছে পাকিস্তানকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই আবিদ আলীকে ফিরিয়েছেন বোল্ট। তৃতীয় ওভারে সাউদির শিকার শান মাসুদ। হারিস সোহেল ও আজহার আলী মিলে সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করলে সেখানেও আঘাত হেনেছেন সাউদি। দলীয় ৩৭ রানে স্যান্টনারের ক্যাচ বানিয়েছেন সোহলেকে। আর এই উইকেট নিয়েই তৃতীয় কিউই বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাউদি। আগের দিন ৩৪ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যান আজহার আলী শুরুতেই বিদায়নেন, দলীয় ৭৫ রানে। অধিনাযক মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামালদেন ফাওয়াদ আলম। এরা দুইজন পঞ্চম উইকেটে গড়েন ১৬৫ রানের জুটি। তাদের ব্যাটিং থেকে এক সময়ে মনে হচ্ছিলো জয়ের দিকেই এগুচ্ছে পাকিস্তান। কিন্তু দলীয় ২৪০ রানে জেমিসনের বলে বিদায় নেন রিজওয়ান (৬০)। এরমাত্র ২ রান পরেই সেঞ্চুরিয়ান ফাওয়াদ নীল ওয়াগনারের শিকার হলে ধসে পরে পাকিস্তারে ইনিংস। ২৬৯ বলে ১৪ চারে ১০২ রানের ইনিংস খেলেন ফাওয়াদ। এটি তার ছয় টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে ১৬৮ রানের ইনিংস খেলেছিলেন ফাওয়াদ। পাকিস্তানের শেষ ছয় উইকেটের পতন হয় মাত্র ৩১ রানে। সাউদি, বোল্ড, জেমিসন, ওয়েগনার ও স্যান্টনার প্রত্যেকে দুটি করে উইকেট দখল করেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা হন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক কেইন উইলিয়ামসন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ক্রাইস্টচার্চে। শুরু হবে ৩ জানুয়ারি।