ট্রেনের ধাক্কায় এক পরিবারের তিনজন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১:৩৮ পিএম | প্রিন্ট সংস্করণ
ঢাকামুখী মালবাহী ট্রেনের সঙ্গে কুমিল্লার শাসনগাছা রেলক্রসিংয়ে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। গতকাল বুধবার ভোর ৬টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইসমাইল হোসেন সিরাজি। দেবিদ্বারের গজারিয়া গ্রামের ফরিদ মুন্সী, তার স্ত্রী পেয়ারা বেগম ও তাদের মেয়ে লাকি আক্তার নিহত হয়েছেন।
কুমিল্লার স্টেশন মাস্টার সফিকুর রহমান বলেন, ঢাকাগামী মালবাহী ট্রেনটি শাসনগাছা রেলক্রসিং অতিক্রম করার সময় ওই অটোরিকশা রেল লাইনে উঠে পড়ে। সংঘর্ষের পর অটোরিকশাকে প্রায় তিনশ গজ ছেঁচড়ে নিয়ে যায় ট্রেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ফরিদ মুন্সী মারা যান। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লাকি এবং কুমিল্লা মেডিকেল থেকে ঢাকায় নেওয়ার পথে পেয়ারা বেগমের মৃত্যু হয় বলে তাদের আত্মীয় হারুন আহমেদ জানান।
রেল পুলিশের পরিদর্শক ইসমাইল বলেন, ফরিদ মুন্সীর লাশ কুমিল্লা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। আর তার স্ত্রী ও মেয়ের লাশ ঢাকায় আছে। রেলক্রসিংয়ে গেটম্যান থাকার পরও কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে রেল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।