প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১৭ এএম | অনলাইন সংস্করণ
রাজধানীর হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের সামনে সড়ক দুর্ঘটনায় গুলশান থানার এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তার নাম কামরুল ইসলাম।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিমানবন্দর পার হয়ে এপিবিএনের মাঠের সামনে একটি ট্রাক এসআই কামরুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় বাইক থেকে ছিটকে পড়ে ট্রাকটির চাকায় পিষ্ট হন তিনি। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে রাতেই চিকিৎসকরা কামরুলকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, এসআই কামরুল গুলশান থানায় কর্মরত ছিলেন। নাইট ডিউটি শেষে করে বুধবার বিকালেও তিনি থানায় কাজ করেছেন। কাজ শেষে তিনি থানা থেকে বেরিয়ে যান। রাতে জানতে পারি কামরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
কামরুল গুলশানের কালাচাঁদপুর এলাকায় থাকতেন। তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। কামরুলের বাড়ি সিরাজগঞ্জ সদরে। এদিকে রাতেই বিমানবন্দর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়েছে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ জানান, কামরুলকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি।