বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, গ্রেফতার ১
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৬:২১ পিএম | অনলাইন সংস্করণ
ফেসবুকে প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর ও বিভ্রান্তমূলক পোস্ট দেওয়ার অপরাধে সাদ্দাম হোসেন ভূইয়া অন্তুকে (৩১) গ্রেফতার করেছে র্যাব ।
বুধবার (৩০ ডিসেম্বর) র্যাব সদর দফতরের পাঠানো এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টায় র্যাব-১০-এর একটি আভিযানিক দল রাজধানীর দারুসসালাম থানাধীন ১১ নম্বর দক্ষিণ কল্যাণপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বিভ্রান্তমূলক ও আক্রমণাত্মক বিভিন্ন পোস্ট প্রদান এবং বিভিন্ন পেজে ইচ্ছাকৃতভাবে আপত্তিকর কমেন্টস ও বিভিন্ন উসকানিমূলক বক্তব্য শেয়ার করার অপরাধে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিবৃতিতে র্যাব আরও জানায়, অভিযানে তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অংশ হিসেবে এই ধরনের বিভ্রান্তিমূলক কমেন্টস ও পোস্ট শেয়ার করে আসছিল।
গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে দারুসসালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।