প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৬:০৫ পিএম | অনলাইন সংস্করণ
চালের দাম বেড়েছে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার পরও । চালের দাম বেড়ে যাওয়ায় বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) জতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বেগম আঞ্জুম সুলতানা।
বৈঠকে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় নিয়ন্ত্রিত চাল আমদানির ওপর গুরুত্বারোপ করা হয়। ওএমএস-এর আওতায় ত্রিশ (৩০) টাকা দরে চাল বিক্রির কার্যক্রম জেলা পর্যায়ে আরও জোরদার করার সুপারিশ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।