প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ৪:১৬ পিএম | অনলাইন সংস্করণ
‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপি ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে। সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। বিএনপি নেতাদের দাবি, এ সময় ৩৫-৪০ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সচিবালয়ের পশ্চিম সড়ক দিয়ে নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে যেতে চাইলে এ সংঘর্ষ হয়।
ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সকাল ১১ টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের আগেই নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে শুরু করে। সমাবেশ শুরুর পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করে নেতাকর্মীরা। পরে বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠন মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসে।
সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের পশ্চিম গেট দিয়ে জাতীয় প্রেসক্লাবের দিকে নেতাকর্মীরা আসার সময় পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ লাঠিচার্জ করলে ছাত্রদলের নেতাকর্মীরা ইটপাটকেল মারতে শুরু করে। পরে সমাবেশ থেকে সবাইকে শান্ত হতে বলা হলে পরিস্থিতি শান্ত হয়।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সামবেশ করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের সমাবেশে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। বিএনপির কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ এনে বিএনপি এই দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।