তামিলনাডুতে মারাডোনার কেক ভাস্কর্য
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ২:২২ পিএম | প্রিন্ট সংস্করণ
জীবন খেলার ময়দান থেকে দিগন্তে হারিয়ে গিয়েছেন দিয়েগো মারাডোনা। ২৫ নভেম্বর হার্ট অ্যাটাকে মারা যান ফুটবল ঈশ্বর। আর তারপরই ঠিকানাহীন দেশে ফুটবল কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনা। ছিয়াশির বিশ্বজয়ী মহানায়কের আকস্মিক প্রয়াণে শোক ছড়িয়ে পড়েছে হাহাকার হয়ে। আপামর ভক্তকে কাঁদিয়ে ঈশ্বরের আপন দেশে চলে গিয়েছেন ফুটবল ঈশ্বর। তবে ফুটবল যতদিন থাকবে ততদিন থেকে যাবেন মারাদোনা। মানুষের মননে থেকে যাবে তাঁর বাঁ পায়ের জাদু। প্রয়াত কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ জানাল তামিলনাডুর একটি বেকারি। ৬ ফুটের মারাদোনার স্ট্যাচু তৈরি করেছে রামনাথপুরমের ওই বেকারি। ৬০ কেজি চিনি, ২৭০টি ডিম দিয়ে তৈরি হয়েছে ৬ ফুটের কেকের মারাদোনা। ভারতের রামনাথপুরমের বেকারির বাইরে রাখা রয়েছে সেই কেকের মারাদোনা। কিংবদন্তিকে কেকের মাধ্যমে এই শ্রদ্ধার্ঘ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।