শিরোনাম: |
অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম প্রবর্তক জনি মুলাঘ। প্রথম তারকাও ভাবা হয় তাকে। অস্ট্রেলিয়ান আদিম জনগোষ্ঠীর এই খেলোয়াড়কে সম্মান জানাতেই এবার বিশেষ উদ্যোগ নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্টের ম্যাচসেরা খেলোয়াড়ের মেডেলের নামকরণ করা হয়েছিল তারই নামে। সেই জনি মুলাঘ মেডেলের প্রথম প্রাপক হলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে।অবশ্য এই আদি তারকার উত্থানের ইতিহাস অনেক পুরনো। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। তার নেতৃত্বেই ১৮৬৮ সালে প্রথমবার বিদেশ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ড সফরে গিয়ে সেবার ৪৫টি টেস্ট খেলেছিল অজিরা। সেখানে অলরাউন্ডার মুলাঘের পারফরম্যান্সও ছিল চোখ ধাঁধানো। ১ হাজার ৮৭৭ রানের পাশাপাশি নিয়েছিলেন ২৫৭টি উইকেট। সেই মুলাঘের সম্মানেই বক্সিং ডে টেস্টে বিশেষ এই পুরস্কার দেওয়ার প্রথা চালু করেছে অস্ট্রেলিয়া। বিশেষ এই পুরস্কার পেয়ে আজিঙ্কা রাহানেও খুব গর্ব বোধ করছেন। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সিরিজে সমতা ফেরাতে সেঞ্চুরির পাশাপাশি তার নেতৃত্বগুণও ছিল অসাধারণ। প্রথম ইনিংসে করেছেন ধৈর্যশীল ১১২ রান! তার ইনিংসে ভর করেই ১৩১ রানের লিড পেয়েছিল সফরকারীরা। এর পর ৭০ রানের লক্ষ্যে খেলতে নেমেও অপরাজিত থেকেছেন ২৭ রানে।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |