শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
অবসর ভাবনায় মাশরাফি
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ২:২২ পিএম | প্রিন্ট সংস্করণ

মাশরাফির অবসর গুঞ্জন শুনা যাচ্ছিল গত বিশ্বকাপ থেকেই। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে স্পষ্ট করে কোন কথা বলেননি বিসিবি এবং মাশরাফি। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, অপর নির্বাচক হাবিবুল বাশার সুমন সবাই মাশরাফি বিন মর্তুজার দলে থাকা না থাকার ইস্যুতে  অবলম্বন করছেন বাড়তি সতর্কতা। মাশরাফি যত দিন খেলতে চায় খেলুক কারও মুখেই এমন কথাও শোনা যায়নি। বরং সবাই কথা বলছেন অবোধ্য ভাষায়। বিসিবির প্রধান পাপন ও ক্রিকেট অপস চেয়ারম্যান আকরাম বলেছেন, এটা নির্বাচকদের ব্যাপার, তারাই সিদ্ধান্ত নেবেন। নির্বাচকরা বলছেন, মাশরাফির বিষয়ে কোচের মতামতটা খুব গুরুত্বপূর্ণ। তার লক্ষ্য পরিকল্পনায় মাশরাফি আছে কি নেই?- এর ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে যে যাই বলুক না কেন, এটা নিশ্চিত হেড কোচ রাসেল ডোমিঙ্গোর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই মাশরাফি। কোচ যাকে নিয়ে ভাবছেন না, যাকে নিয়ে কোনও পরিকল্পনা নেই, তাকে দলে রাখতে গিয়ে তাই খানিক দ্বিধায় নির্বাচকরাও। কেউ মুখে কোনরকম নেতিবাচক কথা না বললেও, বোঝাই যাচ্ছে, মাশরাফি ইস্যুতে রীতিমতো সংশয়ে মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশার। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে মাশরাফিকে রাখা নিয়ে তাদেরও অনেক কিছু ভাবতে হচ্ছে। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন, হেড কোচ রাসেল ডোমিঙ্গো, অধিনায়ক তামিম ইকবাল আর ক্রিকেট অপারেশনস কমিটি প্রধান আকরাম খানের মতামত নিতে হচ্ছে। মাশরাফির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনরকম মন্তব্য করা থেকে বিরত দুই নির্বাচক মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশার। দুই নির্বাচকই মনে করেন মাশরাফির পক্ষে আর খুব বেশি দিন (ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর) ফিটনেস ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব হবে না। সেক্ষেত্রে তারাও চাচ্ছেন, মাশরাফি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানান। তা হলে তাদের কাজও সহজ হয়। মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ব্যাপারে প্রধান নির্বাচক নান্নু জানান, মাশরাফি তার অবসর নিয়ে তাদের সঙ্গে কোন কথাই বলেনি। জানা গেছে, শুধু নির্বাচকদের সঙ্গে নয়, মাশরাফি বোর্ডের তেমন কারো সঙ্গেও কথা বলেননি। সাম্প্রতিক সময় মাশরাফি তার অবসর নিয়ে বোর্ডের এক নীতি নির্ধারকের সঙ্গে কথা বলেছেন এবং অবসর সম্পর্কে নিজের ভাবনার কথা প্রকাশ করেছেন। যেখানে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ব্যাপারটা মাশরাফি নিজের ওপরই রাখতে চান। বোর্ড তাকে বলে দেবে, অমুক সিরিজ বা অত দিনের মধ্যে অবসর নাও- এমন কথা শুনতে নারাজ নড়াইল এক্সপ্রেস। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময় নিজের আন্তর্জাতিক অবসরের ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালকের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন মাশরাফি। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ঐ পরিচালক জানিয়েছেন, অবসরের বিষয়ে মাশরাফির অবস্থান খুব পরিষ্কার। মাশরাফি তাকে বলেছেন, তিনি কবে কখন কোন সময় কার বিপক্ষে খেলে অবসর নেব? সেটা একান্তই তার সিদ্ধান্ত। বোর্ড কিংবা নির্বাচকদের নয়। এখন তিনি যখন মনে করব, তখনই সরে দাড়ানোর ঘোষণা দেবেন। তাকে চাপিয়ে দেয়ার কিছু নেই। মাশরাফি সেই বোর্ড পরিচালককে আরও জানিয়েছেন,তিনি এখনও ঘরোয়া ক্রিকেট খেলছেন এবং ভাল পারফর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একইভাবে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রেও তাই। দলে থাকলে সর্বাত্মক চেষ্টা করবেন সামর্থ্যের সেরাটা উপহার দিতে। আর যদি কোচ ও নির্বাচকরা তাকে দলে না রাখেন, তাহলে তার বলার কিছু থাকবে না। এদিকে জানা গেছে, শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক ও মূল দলে থাকছেন মাশরাফি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]