ভারতে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে হত্যা
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ২:২২ পিএম আপডেট: ৩০.১২.২০২০ ২:২৭ পিএম | প্রিন্ট সংস্করণ
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে দুই হামলাকারী এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। রক্তাক্ত ও নিশ্চল অবস্থায় ওই ব্যক্তি রাস্তায় পড়ে ছিলেন। তাঁর পাশ দিয়ে গাড়ি, মোটরসাইকেল ও যানবাহন আসা-যাওয়া করে। অনেককে ভয়ংকর এই ঘটনার ভিডিও করতে দেখা যায়। তবে কেউ হামলাকারীকে থামাতে যাননি অথবা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাননি। এনডিটিভির গত মঙ্গলবারের খবরে এ তথ্য জানা যায়। স্থানীয় সময় গত রোববার এ হামলার ঘটনা ঘটে। গত সোমবার সকালে অজয় নামের ওই ব্যক্তি মারা যান।অজয়ের ভাই সঞ্জয় ঘটনার কিছুদিন আগে হামলাকারীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন। তবে পুলিশের সঙ্গে হামলাকারীরা বিষয়টি মিটমাট করে নেন। অজয়ের ভাই সঞ্জয় ও হামলাকারীদের মধ্যে একজন গোবিন্দের সঙ্গে ফুলের দোকান নিয়ে বিরোধ চলছিল। গোবিন্দ ও অমিত নামের আরও একজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন সঞ্জয়। অজয়ের ওপর হামলার ভিডিওতে অমিতকেও দেখা গেছে। অজয়ের ওপর হামলার ওই ভিডিওতে দেখা যায়, রাস্তায় রক্ত ছড়িয়ে আছে। পেটানোর পর হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে দৌড়ে পালায়। নিহত ব্যক্তির ভাইয়ের অভিযোগ আমলে না নেওয়ায় পুলিশের বিরুদ্ধেও এখন অভিযোগ উঠেছে।