প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:৩৮ পিএম আপডেট: ৩০.১২.২০২০ ১:০৫ পিএম | প্রিন্ট সংস্করণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার মহানগর হাকিম আদালতে মামলা করা হয়েছে। জাকের সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন গতকাল মঙ্গলবার হাকিম আশেক ইমামের আদালতে মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, আসামিরা ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩৫ কোটি টাকা নিয়েছেন রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর এ ব্লকে নির্মিত নকশা বহির্ভূত স্থাপনাগুলো বৈধতা দেওয়ার কথা বলে। এখন, বৈধতা না দিয়ে সিটি করপোরেশন থেকে সেই স্থাপনাগুলো অপসারণের নোটিশ দেওয়ায় ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, সাবেক উপসহকারী প্রকৌশলী মো. মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও মো. ওয়ালিদকে মামলার আসামি করা হয়েছে। জানা গেছে, বাদীর বক্তব্য রেকর্ড করেছেন আদালত। মামলার বিষয়ে আদালত পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন।