আরিফুল ঝড়ে গ্রুপ সেরা সাইফ স্পোর্টিং :ব্রাদার্সকে হারিয়ে আশার আলোয় উত্তর বারিধারা
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ২:২২ পিএম আপডেট: ৩০.১২.২০২০ ২:৩০ পিএম | প্রিন্ট সংস্করণ
বদলি নেমে বলে প্রথম ছোঁয়াতেই গোল করার আনন্দে ডানা মেললেন আরিফুল ইসলাম। আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠল সাইফ স্পোর্টিং। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত মঙ্গলবার বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১-০ গোলে জিতেছে সাইফ। ৫৬তম মিনিটে জন ওকোলির বদলি নেমে গোলটি করেন আরিফুল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সাইফ। উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা পল জোফেস পুটের দল দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছিল ৬-১ ব্যবধানে। সাইফের জয়ে অপেক্ষা ফুরিয়েছে আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়কে ৩-০ গোলে হারানো উত্তর বারিধারার। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে তারা। এক জয় ও দুই হারে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ থেকে বিদায় নিয়েছে আরামবাগ। তিন ম্যাচের সবকটিতেই হেরেছে ব্রাদার্স।শুরু থেকেই আরামবাগের রক্ষণে ভীতি ছড়ায় সাইফ স্পোর্টিং। দ্বিতীয় মিনিটে নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল আরিয়াচুকুর হেড ফেরান গোলরক্ষক। চতুর্থ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকোলির শট গোলরক্ষক ফেরানোর পর সামনে থাকা অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ক্রিস্টিয়ান স্মিথের হাতে লাগলে পেনাল্টির আবেদন করে সাইফ স্পোর্টিং।
সাড়া মেলেনি রেফারির। ২০তম মিনিটে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ওকোলির শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পরের মিনিটে ইমরান হোসেন রিমনের ক্রসে সাজ্জাদ হোসেনের ফ্লিকও খুঁজে পায়নি ঠিকানা। নকআউট পর্বে উঠতে জয়ের বিকল্প ছিল না আরামবাগের সামনে। কিন্তু প্রথমার্ধেই একাধিক সুযোগ নষ্ট করে হতাশা বাড়ায় দলটি। ২২তম মিনিটে সাইফের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান চিজোবা ক্রিস্টোফার; তবে নাইজেরিয়ান এই ফরোয়ার্ডের শট জমে যায় পাপ্পুর গ্লাভসে। একটু পর আবারও রক্ষণের ভুলে বল পান রাসেল মুন্সি; তিনিও শট নেন গোলরক্ষক বরাবর। ৫৬তম মিনিটে গোলের অপেক্ষা ফুরোয় সাইফ স্পোর্টিংয়ের। বাঁ দিক থেকে আরিফুলের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে লাফিয়ে ওঠা গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ায়। শেষ দিকে গোলরক্ষককে একা পেয়ে ক্রিস্টোফার তার বরাবর শট নিলে এবং অ্যাডামস স্যাডিকের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে হারের হতাশা নিয়ে বিদায় নেয় ২০১৬ সালের রানার্সআপ আরামবাগ।
এদিকে, গতকাল দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে উত্তর বারিধারা। শুরু থেকে ব্রাদার্স ইউনিয়নকে কোণঠাসা করে রেখে দারুণ জয় তুলে নিল উত্তর বারিধারা। একই সঙ্গে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে খেলার আশাও তারা বাঁচিয়ে রাখল ভালোভাবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত মঙ্গলবার বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্সকে ৩-০ গোলে হারায় উত্তর বারিধারা। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-০ গোলে হেরে আসর শুরু করা উত্তর বারিধারা দ্বিতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছিল। টানা তিন হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল ব্রাদার্স। তিন ম্যাচে এক গোল দিয়ে ১১টি হজম করেছে ঘরোয়া ফুটবলে একসময়ের ঐতিহ্যবাহী দলটি। আরামবাগের কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ৬-১ ব্যবধানে উড়ে গিয়েছিল তারা। দাপুটে জয়ের পরও উত্তর বারিধারাকে তাকিয়ে থাকতে হচ্ছে সাইফ স্পোর্টিং ও আরামবাগের মধ্যকার ম্যাচের দিকে। ম্যাচটি ড্র হলে সাইফের সঙ্গে শেষ আটে উঠবে উত্তর বারিধারা। ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় উত্তর বারিধারা। অবশ্য এ গোলে ব্রাদার্সের দায়ও কম নয়। গোলরক্ষক মহিউদ্দিন রানুর দেওয়া বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ প্রকাশ দাস। ছুটে এসে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন উজবেকিস্তানের মিডফিল্ডার ইভজেনি কোচনেভ। ২৬তম মিনিটে মিশরের ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ আব্দেল খালেক হাম্মাদের রক্ষণ চেরা পাস থেকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা। দুই মিশরীয়র দারুণ বোঝাপড়ায় ৬১তম মিনিটে ব্রাদার্সকে আরও কোণঠাসা করে ফেলে উত্তর বারিধারা। হাম্মাদের লব বুক দিয়ে নামিয়ে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বাঁ পায়ের নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার মোহামেদ আব্দেল রহিম।