প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১১:৪২ এএম | অনলাইন সংস্করণ
ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর ২৪ ঘণ্টা আগে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল ওই অঞ্চলে। খবর বিবিসির।
এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। নিহতদের মধ্যে পেটরিনজা এলাকার ১২ বছরের এক মেয়ে, গ্লিনা এলাকায় ৫ জন এবং জাজিনা এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আটকেপড়া মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। সেখানে সহায়তার জন্য সেনাবাহিনী পাঠানো হয়েছে।
মঙ্গলবার পুরো ক্রোয়েশিয়া ছাড়াও প্রতিবেশী সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভনিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্রোয়েশীয় রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী পেত্রিনজা শহরে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এতে ওই শহরে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।