প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:২৯ এএম আপডেট: ৩০.১২.২০২০ ১০:৩২ এএম | অনলাইন সংস্করণ
সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন।
বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে এরইমধ্যে উদ্ধারকাজ শুরু করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হচ্ছে।
গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুন উর রশিদ চৌধুরী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়রা উদ্ধারকর্মীদের সহোযোগিতা করছে। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক এসে মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এর ফলে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভেতরে আগুন ধরে যায়। রাস্তা খালি থাকায় দ্রুত গতিতে চলছিলো ট্রাকটি। ধাক্কা লাগার পর ট্রাকের পেছনের দুটি চাকায়ও আগুন লেগে যায়।
সূত্রমতে, সিলেট ওসমানী হাসপাতালে যাত্রী দিয়ে ফিরছিলো মাইক্রোবাসটি। যারা মারা গেছেন তারা সবাই একই পরিবারের সদস্য। সংশ্লিষ্টরা ধারণা করছেন মূলত কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।