শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আজ এই অবস্থানে এসেছে: ড. নূর রহমান
প্রকাশ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:৩১ পিএম | অনলাইন সংস্করণ
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব অর্থনীতি যেখানে মুখ থুবড়ে পড়েছে, সেখানে শেখ হাসিনার সাহসী আর বিচক্ষণ পদক্ষেপ বিশ্বজুড়ে প্রশংসিত। এক সময় দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশ অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করত, সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, যোগ্যতা, নিষ্ঠা, মেধা-মনন, দক্ষতা, সৃজনশীলতা, উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ, গৌরবময় হয়েছে বাঙালি যা অর্জনে আন্দোলন-সংগ্রাম করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আদর্শ রাষ্ট্রে পরিণত হচ্ছে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২০৩তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঘানিম ইন্টারন্যাশনাল কর্পোরেশন (ব্রুনায় হালাল ফুডস), ব্রুনায় এর সিইও, ব্রুনাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা, অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি এবং সাবেক ছাত্রনেতা ড. নূর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল আজিজ, পাবলিক একসেস ব্যারিস্টার এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী হাফিজুর রহমান। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
ড. নূর রহমান বলেন, বিজয়ের এই মাসে আমি প্রথমেই স্মরণ করতে চাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি এবং আমাদের এই বিজয় ছিনিয়ে আনতে সেসব বীর মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়েছিলেন তাদের স্মরণ করে আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। আজ বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশেও। বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানোর পিছনে অন্যতম কারিগর হচ্ছে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতার কথা বলতে গেলে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে ঠিক একইভাবে বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য যে নেতৃত্ব দিচ্ছেন তার জন্য শ্রদ্ধাভরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরণ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা, নিরলস পরিশ্রম এবং তার নেতৃত্বের দক্ষতা দিয়ে আজকে বাংলাদেশকে এখানে নিয়ে এসেছেন। আমরা যদি খেয়াল করে দেখি বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম-শহরে উনার অর্থনৈতিক মডেল বাস্তবায়ন করার জন্য উনি যে দিক নির্দেশনা দিচ্ছেন এবং তার সহযোগী যোদ্ধাদের নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি উনি কিভাবে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত্র মোকাবেলা করেছেন সাহসিকতার সাথে, এটা যদি তিনি না করতে পারতেন তাহলে বাংলাদেশ আজকে অন্য পর্যায়ে থাকতে পারতো। শেখ হাসিনা বাংলাদেশকে অন্তর থেকে ভালোবাসেন বাংলাদেশের মানুষদেরকে অন্তর থেকে ভালোবাসেন বলেই তিনি এই সাহসিকতা দেখিয়ে যাচ্ছেন দেশের জন্য দেশের মানুষের জন্য। উনার এই সাহসিকতার কারণে, বাংলাদেশের মতো একটি ছোট দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও তিনি আমেরিকাকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে বিশ্ব ব্যাংকে চ্যালেঞ্জ জানিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি বড় প্রকল্প দেশে বাস্তবায়নের দিকে সমাপ্তি করে যাচ্ছেন।